বিশ্বজিৎ সিংহ রায়, মহম্মদপুর : মাগুরার মহম্মদপুরে নহাটা ইউনিয়নের পানিঘাটা গ্রামে ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী ও কালী মায়ের পূজা উৎসাহ-উদ্দীপনার মধ্যে দিয়ে শেষ হয়েছে। উপজেলার নহাটা ইউনিয়নের পানিঘাটা নবগঙ্গা নদীর তীরে অবস্থিত মালোপাড়ার শ্যামল বিশ্বাসের বাড়িতে এ পূজা অনুষ্ঠিত হয়।

মনোরম পরিবেশে প্রতিবছরের ন্যায় এবারও কালী পূজা ও প্রতিষ্ঠাবার্ষিকীতে কালী ভক্তদের উপস্থিতিতে এক উৎসবমুখর পরিবেশ বিরাজ করে। বিভিন্ন এলাকা থেকে কালী মায়ের ভক্তরা মনসা দিতে ছুটে আসেন কালী মন্দিরে। ঢাকের শব্দ ও উলুধ্বনি মুখরিত হয়ে ওঠে মন্দির চত্বর। মন্দিরকে সাজানো হয়েছিল হরেক রকমের ফুল দিয়ে।

অনুষ্ঠানে শনিবার রাতে মন্দির চত্বরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা-২ আসনের সংসদ সদস্য সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. শ্রী বীরেন শিকদার। এ-সময় উপস্থিত ছিলেন মহম্মদপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাডঃ আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক মোস্তফা কামাল সিদ্দিকী লিটন, মহম্মদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) অসিত কুমার রায়, নহাটা ইউনিয়ন আওয়ামী লীগের (ভারপ্রাপ্ত) আহবায়ক মোঃ আলী মিয়া, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শ্রী কানু তেওয়ারী, নহাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তৈয়েবুর রহমান তুরাপ, ১১নং বেরুইল- পলিতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম এনামুল হক রাজা, বেরুইল পলিতা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ নূর আলম সহ বিভিন্ন পর্যায়ের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। রাতে পূজা শেষে উপস্থিত ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ করে কালী মন্দির কমিটির পক্ষ থেকে।

(বিএস/এসপি/জানুয়ারি ২২, ২০২৩)