একে আজাদ, রাজবাড়ী : রাজবাড়ীর কালুখালিতে দুষ্কৃতকারীরা বেপরোয়া হয়ে উঠেছে। চাহিদামতো নানা অনৈতিক সুবিধা না পেলেই গুরুত্বপূর্ণ অফিস সরঞ্জাম চুরি, সাইনবোর্ড অপসারণ ও হামলার ঘটনা ঘটছে। গত ১৬ জানুয়ারী এমনই একটি ঘটনা ঘটায় স্থানীয় একটি দুষ্কৃতকারী চক্র। স্বনামধন্য রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগের মদাপুর ইউনিয়ন ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের নির্মানাধিন দলীয় কার্যালয়ের সাইনবোর্ড ও কার্যালয়ের কিছু আসবাবপত্র চুরি করে নিয়ে যায়। এ বিষয়ে গত ২১ জানুয়ারী উক্ত ওয়ার্ড সদস্য মাসুদ রানা বাদী হয়ে (শনিবার) কালুখালি থানায় একটি অভিযোগ করা হয়েছে। 

অভিযোগে উল্লেখ করা হয়, গত কয়েকদিন পূর্বে মদাপুর ইউনিয়নের ৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের স্থায়ী কার্যালয় করার লক্ষ্যে পাংশা হাইওয়ে থানা সংলগ্ন ওয়ার্ড আওয়ামী লীগের কার্যালয়ের ঘর নির্মাণের কাজ শুরু করা হয় এবং উক্ত স্থানে একটি দলীয় সাইনবোর্ড লাগানো হয়। কিন্তু গত ১৫ জানুয়ারী রাত ৮ থেকে ১৬ জানুয়ারী সকাল ১০ টার মধ্যে উক্ত স্থান থেকে একটি দুষ্কৃতকারী চক্র নির্মাণাধীন ঘরের আসবাবপত্র ও সাইনবোর্ড চুরি করে নিয়ে যায়। যেটা ১৬ জানুয়ারী সকালে স্পষ্ট হয়ে ওঠে।

এ বিষয়ে মদাপুর ইউনিয়ন চেয়ারম্যান মিজানুর রহমান মজনু বলেন, বিষয়টি আমি জানার পর ঘটনাস্থলে গিয়েছিলাম এবং থানায় একটি অভিযোগ দায়েরের জন্য বলেছি।

কালুখালি থানার ওসি (তদন্ত) আব্দুল গণি বলেন, বিষয়টি সম্পর্কে হতকাল থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। তফন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।

(একে/এসপি/জানুয়ারি ২২, ২০২৩)