চাটমোহর প্রতিনিধি : পাবনার চাটমোহর উপজেলায় এবার কৃষকেরা ব্যাপকহারে সরিষার আবাদ করেছেন। সরিষার দাম ভাল পাওয়ায় তারা ঝুঁকেছেন সরিষা আবাদে। এ উপজেলায় চলতি রবিশস্য মৌসুমে সরিষার ভাল ফলনের সম্ভাবনা দেখা দিয়েছে। লাভের স্বপ্ন দেখছেন কৃষক। আর কয়েক দিন পরেই জমি থেকে আগাম সরিষা সংগ্রহ শুরু করবেন কৃষকেরা।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে চাটমোহরে লক্ষ্যমাত্রার চেয়ে বেশি জমিতে সরিষার আবাদ হয়েছে। লক্ষ্যমাত্রা ছিল ৬ হাজার ৩৩০ হেক্টর জমি। আবাদ হয়েছে ৬ হাজার ৭৫০ হেক্টর জমিতে। এ উপজেলায় সাধারনত বারী-৯,১৪, ১৭,১৮, বীনা- ৪ ও ৯, রাই-৫ জাতের সরিষা চাষ হয়। এছাড়া কিছু জমিতে টরি-৭ জাতের সরিষা আবাদ হয়েছে।

উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, সরিষার ভাল ফলন হয়েছে, কিছু জমিতে এখনো ফুল রয়েছে। কিছু জমির ফুল ঝড়ে গেছে। কৃষকদের সাথে কথা বলে জানা যায়, আগামী কয়েক দিনের মধ্যে আগাম সরিষা কাটার কাজ শুরু করবেন তারা।

উপজেলার মথুরাপুর গ্রামের কৃষক মামুনুর রশীদ জানান, বর্তমান সময়ে অনেক ভাল জাতের সরিষা চাষ হচ্ছে। এক বিঘা জমিতে সরিষা চাষে প্রায় ৭ হাজার টাকা খরচ হয়। বিঘা প্রতি ৫ থেকে ৭ মণ হারে ফলন পাওয়া যায়। যারা জমি চাষ করে সরিষার আবাদ করেছেন তাদের খরচ কিছু বেশি হচ্ছে। বর্তমান প্রতি মণ সরিষার বাজার মূল্য প্রায় ৩ হাজার টাকা। কৃষক বিঘা প্রতি ৫ থেকে ৬ হাজার টাকা লাভ করতে পারবেন।

হান্ডিয়াল ইউনিয়নের ডেফলচরা বিলের কৃষক আলমাস আলী জানান, এ বছর ৬ বিঘা জমিতে সরিষার চাষ করেছেন তিনি। অন্যান বছরের তুলনায় এ বছরে ভালো ফলন হবে বলে তিনি আশা করছেন।

উপজেলা কৃষি কর্মকর্তা এ.এ মাসুম বিল্লাহ জানান, ভোজ্যতেল জাতীয় এ ফসলটির আবাদ সম্প্রসারণে আমরা কাজ করে যাচ্ছি। এখন পর্যন্ত আবহাওয়া সরিষা চাষের অনুকূলে আছে। বৈরী আবহাওয়ায় ক্ষতিগ্রস্থ না হলে প্রতি হেক্টরে দেড় মেট্রিক টন গড় ফলন পাওয়ার সম্ভাবনা রয়েছে। বর্তমান বাজারে সরিষার দাম ও বেশ ভাল। আশা করছি সরিষা চাষীরা লাভবান হবেন। আমরা কৃষকদের সার্বক্ষণিক সব ধরনের সহোযোগিতা করে আসছি।

(এস/এসপি/জানুয়ারি ২২, ২০২৩)