রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা, প্রধানমন্ত্রীর উদ্যোগসমূহ বাস্তবায়ন, সরকারের উন্নয়ন কর্মকান্ড প্রচার এবং বিভিন্ন সামাজিক বিষয়ে সচেতন ও উদ্বুদ্ধ করনের লক্ষ্যে সাতক্ষীরায় মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। জেলা তথ্য অফিসের আয়োজনে আজ রবিবার বেলা সাড়ে ১১টায় সাতক্ষীরা সরকারি মহিলা কলেজ হলরুমে উক্ত মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়।

মহিলা সমাবেশে সাতক্ষীরা মহিলা কলেজের অধ্যক্ষ বাসুদেব বসুর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক শেখ মইনুল ইসলাম মইন।

এসময় আরও বক্তব্য রাখেন, সদর উপজেলা মহিলা ভাইস চেয়াম্যান কোহিনুর ইসলাম, বিশ^ স্বাস্থ্য সংস্থা সাতক্ষীরার প্রতিনিধি ডা. আমানত উল্লাহ, সিভিল সার্জন অফিসের সিনিয়ার স্বাস্থ্য কর্মকর্তা পুলক চক্রবর্তী, সরকারি মহিলা কলেজের সহযোগী অধ্যাপক আজিজুর রহমান, সাবেক ফিফা রেফারি তৈয়ব হাসান বাবু, জেলা তথ্য অফিসার জাহারুল ইসলাম প্রমূখ।

এ সময় বক্তারা মানবপাচার, সন্ত্রাস, মাদক, গুজব, অপপ্রচার, সাম্প্রাদায়িক সম্প্রীতি, ইভটিজিং প্রতিরোধ, বাল্যবিবাহ প্রতিরোধ, তথ্য অধিকার, পরিবেশ সংরক্ষণ ও মহান মুক্তিযুুদ্ধের সঠিক ইতিহাস নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

(আরকে/এসপি/জানুয়ারি ২২, ২০২৩)