একে আজাদ ও মিঠুন গোস্বামী, রাজবাড়ী : রাজবাড়ীতে পাথফাইন্ডার ইন্টারন্যাশনাল, সুখী জীবন প্রকল্পের সহায়তায় জেন্ডার সমন্বিত পরিবার পরিকল্পনা সেবা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। 

গতকাল রবিবার জেলা পরিবার পরিকল্পনা বিভাগের আয়োজনে দিনব্যাপী এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আলিফ নূর, উপপরিচালক, রাজবাড়ী জেলা পরিবার পরিকল্পনা অফিস।ইসতিয়াজ ইউনুস, সহকারী পরিচালক, রাজবাড়ী জেলা পরিবার পরিকল্পনা অফিস। প্রশিক্ষক হিসেবে ছিলেন, নাজমুস সাকিব জেলা প্রোগ্রাম অফিসার পাথফাইন্ডার ইন্টারন্যাশনাল ।

পাথফাইন্ডার ইন্টারন্যাশনাল এর জেলা প্রোগ্রাম অফিসার নাজমুস সাকিব বলেন, সুখী জীবন প্রকল্পের মাধ্যমে রাজবাড়ী জেলার পরিবার পরিকল্পনা ও স্বাস্থ্য বিভাগের মাঠ পর্যায়ে কর্মীদের প্রসব পরবর্তী পরিবার পরিকল্পনা সেবা, কৈশর বান্ধব স্বাস্থ্য সেবা, জেন্ডার সমন্বিত পরিবার পরিকল্পনা সেবা বিষয়ক প্রশিক্ষণ প্রদান করা হয়েছে।

তিনি আরও জানান, নবনিযুক্ত মাঠকর্মীদের সম্ভাব্য সকল প্রশিক্ষণ প্রদান করা হবে।

উল্লেখ্য, রাজবাড়ী সদর উপজেলার নবনিযুক্ত ১৯ জন পরিবার পরিকল্পনা পরিদর্শক ও পরিবার কল্যাণ সহায়িকা নিয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

(একেএমজি/এসপি/জানুয়ারি ২৩, ২০২৩)