বিশেষ প্রতিনিধি, মাদারীপুর : মাদারীপুর জেলা তথ্য অফিসের আয়োজনে ডাসার উপজেলার ডাসার ইউনিয়নের আইসার এলাকার ডোমরা ইবতেদায়ী হাফেজিয়া মাদ্রাসা প্রাঙ্গণে সোমবার (২৩ জানুয়ারী) বিকেলে উন্মুক্ত বৈঠক অনুষ্ঠিত হয়।

তথ্য অফিসার রাফিদ মাহবুব আহমাদের সভাপতিত্বে ও সহকারী তথ্য অফিসার মো. বেনজীর আহমেদের সঞ্চালনা বৈঠকে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা তাহের আলী খলিফা। এছাড়াও বৈঠকে ভিডিওকলের মাধ্যমে সংযুক্ত থেকে বক্তব্য রাখেন বরিশাল আঞ্চলিক তথ্য অফিসের পরিচালক জাভেদ ইকবাল।

তথ্য অফিসার রাফিদ মাহবুব আহমাদ বলেন, বাংলাদেশ সরকারের ভিশন ২০৪১, প্রধানমন্ত্রীর ১০টি বিশেষ উদ্যোগের ব্র্যান্ডিং, সরকারের অন্যান্য বিভিন্ন মেয়াদী পরিকল্পনা ও অর্জিত সাফল্য, জাতিসংঘের ঘোষিত টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি), তথ্য অধিকার আইন ২০০৯, সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধ, নৈতিকতা, মুল্যবোধ ও সামাজিক যোগাযোগমাধ্যমের সদ্ব্যবহার এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তির যথাযথ ব্যবহার নিশ্চিতকরণ ইত্যাদি বিষয় নিয়ে এই উন্মুক্ত বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

(এএস/এসপি/জানুয়ারি ২৩, ২০২৩)