বিশ্বজিৎ সিংহ রায়, মহম্মদপুর : মাগুরার মহম্মদপুর উপজেলা প্রশাসন ও ক্রীড়া সংস্থার আয়োজনে শেখ রাসেল মিনি স্টেডিয়াম মাঠে আজ মঙ্গলবার সকালে শেখ কামাল আন্তঃ স্কুল ও মাদ্রাসা অ্যাথলেটিকস প্রতিযোগিতার শুভ উদ্বোধন করা হয়।  

কর্মসূচির মধ্যে ছিল সকালে জাতীয় পতাকা ও ক্রীড়া পতাকা উত্তোলন শান্তির প্রতীক কবুতর উড়ানো এবং মশাল প্রজ্জ্বলনের মাধ্যমে উদ্বোধনী অনুষ্ঠানের শুভ সূচনা ঘটে। উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার রামানন্দ পালের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বাসুদের কুমার মালো, মহম্মদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) অসিত কুমার রায়, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মালা রাণী বিশ্বাস, বীরেন শিকদার আদর্শ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ও উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব মিজানুর রহমান মিলন সহ বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উপজেলা পর্যায়ে আয়োজিত ২৪ ও ২৫ জানুয়ারী দু-দিনব্যাপী অ্যাথলেটিক্স প্রতিযোগিতার এবার ৩২ টি ইভেন্ট অনুষ্ঠিত হবে বলে জানাগেছে।

(বিএস/এসপি/জানুয়ারি ২৪, ২০২৩)