শেখ ইমন, শৈলকুপা : ঝিনাইদহের শৈলকুপায় পেঁয়াজের জমিতে সেচ দেওয়াকে কেন্দ্র করে দু’দল গ্রামবাসীর সংঘষের ঘটনা ঘটেছে। এসময় আহত হয়েছেন অন্তত ১২ জন। পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে ৬টি সাউন্ড গ্রেনেড নিক্ষোপ করেছে পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে উপজেলার হাবিবপুর ও ঝাউদিয়া গ্রামবাসীর মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

এলাকাবাসী সূত্রে জানা যায়, পেঁয়াজের জমিতে সেচ দেওয়াকে কেন্দ্র করে দু’দল গ্রামবাসীর মধ্যে বিবাদের সৃষ্টি হয়। এ ঘটনাকে পুঁজি ঝাউদিয়া আবাসনের সামনে দুপুরে দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে দু’দল গ্রামবাসী সংঘর্ষে জড়িতে পড়ে। সংঘর্ষে আজিজুল, সাজ্জাদ, মিনারুল ইসলাম, কুতুব উদ্দিন, বাবু,শিপন মিয়া, আবু তালেব, আবু জাফর, সোমেদ মোল্লা, আসাদুজ্জামান, সোহাগ হোসেন সহ অন্তত ১২ জন আহত হয়।

পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে ৬ টি সাউন্ড গ্রেনেড নিক্ষোপ করে পুলিশ। এসময় আহতদের উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। এরমধ্যে একজনের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসাপাতালে রেফার করা হয়েছে।

শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল ইসলাম বলেন, সংঘর্ষের ঘটনায় পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে ৬ টি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রনে আছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

(এসআই/এসপি/জানুয়ারি ২৪, ২০২৩)