রাজন্য রুহানি, জামালপুর : পরিবেশ দূষণের দায়ে জামালপুর পৌরসভা ও সদর উপজেলার বিভিন্ন এলাকায় গড়ে ওঠা ১২টি ইটভাটাকে ৫৯ লাখ টাকা জরিমানা করেছে জেলা পরিবেশ অধিদপ্তর।

মঙ্গলবার (২৪ জানুয়ারি) সারাদিন জেলার বিভিন্নস্থানে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন পরিবেশ অধিদপ্তরের ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুবেল মাহমুদ।

মেসার্স স্টার ব্রিকসকে ৫ লাখ, মেসার্স রুপালি ব্রিকসকে ৫ লাখ, মেসার্স কাকলী ব্রিকসকে ৬ লাখ, মেসার্স আনোয়ার ব্রিকসকে ৩ লাখ, মেসার্স আজিম ব্রিকসকে ৫ লাখ, মেসার্স স্টার-১ ব্রিকসকে ৬ লাখ, মেসার্স কিং ব্রিকসকে ৬ লাখ, মেসার্স জীবন ব্রিকসকে ৫ লাখ, মেসার্স আদর্শ ব্রিকসকে ৬ লাখ, মেসার্স সততা-২ ব্রিকসকে ৪ লাখ, মেসার্স সততা ব্রিকসকে ৪ লাখ ও মেসার্স বি.এস. ব্রিকসকে ৪ লাখ টাকা জরিমানা করা হয়।

অপরদিকে মেসার্স কাকলী ব্রিকসের কিলন ভেঙে ফেলা হয় এবং ইটভাটাটি বন্ধের নির্দেশ দেওয়া হয়।

ভ্রাম্যমাণ আদালতে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তরের জামালপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব মো. মাসুদ রানা।

অভিযানের বিষয়টি তিনি নিশ্চিত করে বলেন, পরিবেশ দূষণের দায়ে ইটভাটাগুলোকে সর্বমোট ৫৯ লাখ টাকা জরিমানা ধার্য করে তাৎক্ষনিক আদায় করা হয়। ইটভাটায় জ্বালানি হিসেবে কাঠ বা বন-কাঠ ব্যবহার না করার নির্দেশনা প্রদান করা হয়েছে।

অননুমোদিত ইটভাটা প্রতিরোধ ও পরিবেশ সুরক্ষায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

(আরআর/এসপি/জানুয়ারি ২৪, ২০২৩)