দিলীপ চন্দ, ফরিদপুর : ফরিদপুর শহরের শেখ রাসেল স্কয়ারে বাংলাদেশ আওয়ামী লীগ ফরিদপুর জেলা শাখার উদ্যোগ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হকের সভাপতিত্বে এ সময়ে কোতোয়ালি থানাধীন ১১টি ইউনিয়নের ৫৩ জন চেয়ারম্যান প্রার্থী এ সভায় অংশগ্রহণ করেন। অনুষ্ঠানের শেষ পর্বে নর্থ চ্যানেল ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুর রাজ্জাক ফকির তারপর প্রার্থিতা প্রত্যাহার করেন।

এ উপলক্ষে এক আলোচনা সভায়‌ বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইশতিয়াক আরিফ, যুগ্ন সাধারণ সম্পাদক মিসেস ঝর্ণা হাসান, ফরিদপুর জেলা আওয়ামী লীগের সদস্য শামসুল আলম চৌধুরী, ফরিদপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল্লা, প্রচার ও প্রকাশনা সম্পাদক নিয়াজ জামান সজীব । অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আলী আশরাফ পিয়ার।

সভায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী চেয়ারম্যান প্রার্থীদের উদ্দেশ্যে বক্তারা বলেন, দলের গঠনতন্ত্র মানতে হবে দলের বাইরে গিয়ে কোন রকম সিদ্ধান্ত নেয়া যাবে না ।দল যাকে মনোনয়ন দেবেন তার পক্ষে কাজ করতে হবে এর কোন ব ব্যাতয় ঘটানো যাবেনা ।

বক্তারা বলেন আপনারা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উন্নয়নমূলক কার্যক্রম জনগণের কাছে তুলে ধরবেন ।একই সাথে আগামী বছর অনুষ্ঠিতব্য নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর পক্ষে কাজ করতে হবে। এবং ফরিদপুরের চারটি আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীকে জয়যুক্ত করানের জন্য এখন থেকে কাজ করতে হবে।এজন্য সবাইকে এখন থেকে কাজ করতে হবে।

এর আগে ‌ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থীর সমর্থনে ‌ একাধিক মিছিল শেখ রাসেল চত্বরে এসে উপস্থিত হয়।

(ডিসি/এসপি/জানুয়ারি ২৫, ২০২৩)