দিলীপ চন্দ, ফরিদপুর : রাত পোহালে সরস্বতী পূজা।হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব। আর এই পুজোকে কেন্দ্র করে ফরিদপুরে চলছে শেষ মুহূর্তের সরস্বতী মূর্তি বেচাকেনা। শহরে থানা রোড জমে উঠেছে বেশ কয়েকশত সরস্বতী প্রতিমা। গতকাল থেকে বেচাকেনা হয়েছে এখানে। তবে আগামীকাল সকালে যেহেতু পূজা সে হিসেবে অন্যদিন থেকে আজকের ভীর ছিল অত্যন্ত বেশি। তাছাড়া এখানে সুবিধা জনক দামেও বিক্রি হচ্ছে প্রতিমা গুলো।

খোঁজ নিয়ে জানা গেছে, সর্বনিম্ন ২০০ টাকা থেকে সর্বোচ্চ ৭০০০ টাকার মধ্যে বিক্রি হচ্ছে বিভিন্ন ধরনের প্রতিমা।

এ ব্যাপারে প্রতিমা বিক্রেতা কৃষ্ণ পাল জানান গত কয়েক বছর থেকে এ বছর ব্যবসা ভালো। তিনি বলেন, তার কাছে সর্বনিম্ন ২০০ টাকা থেকে ৫০০০ টাকার প্রতিমা রয়েছে। যদিও বেশিরভাগ প্রতিমার ক্রেতাই ছাত্র-ছাত্রী।

হিন্দু শাস্ত্র মতে সাধারণত স্কুল কলেজ ছাত্রছাত্রীরা সরস্বতী পূজা করে থাকে। এ পূজা কে বলা হয় বিদ্যার দেবীর পূজা।
এদিকে সরস্বতী পুজা উপলক্ষে ফরিদপুরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সকালে পূজা অনুষ্ঠিত হবে। পুজো শেষে অঞ্জলি প্রধান ও প্রসাদ বিতরণ করা হবে। এ উপলক্ষে আগামীকাল শহরের বেশিরভাগ স্কুল কলেজে জাক জমকপূর্ণভাবে এ পূজা অনুষ্ঠিত হবে।

এছাড়া বেশিরভাগ বাসা বাড়িতেই এ পুজো অনুষ্ঠিত হবে। তবে প্রতিমা কিনতে আসা ক্রেতারা মোটামুটি সুবিধা জনক দামে প্রতিমা কিনতে পারায় অনেকে স্বস্তি প্রকাশ করতে দেখা যায়। তাছারা বিক্রেতারাও ‌ গত কয়েক বছরের থেকে ভালো ব্যবসা করায় ‌ সন্তুষ্ট প্রকাশ করেন অনেকেই।

(ডিসি/এসপি/জানুয়ারি ২৫, ২০২৩)