ওয়াজেদুর রহমান কনক, নীলফামারী : শিক্ষাক্রম'২৩ সংস্কার, বিতর্কিত পাঠ্যক্রম বাতিল ও পাঠ্যক্রম প্রনয়নে  জড়িতদের তদন্তপূর্বক শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ। সংগঠনটির সদর উপজেলা শাখার আয়োজনে  সকাল ১১টায় শহরের চৌরঙ্গী মোড়ে প্রায় ঘন্টাব্যাপী এই কর্মসূচি পালিত হয়েছে।

মানববন্ধন কর্মসূচি চলাকালে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা ইসলামী আন্দোলনের সভাপতি মৌঃ মুহম্মদ ইয়াসিন আলী। সংগঠনটির সদর উপজেলা(উত্তর) সভাপতি জোবায়দুল ইসলামের সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচি চলাকালীন প্রধান বক্তা ছিলেন সংগঠনটির জেলা কমিটির সভাপতি মাইমুন ইসলাম মিঠুন।

এসময় আরও বক্তব্য রাখেন সদর উপজেলা ইসলামী আন্দোলনের সভাপতি মোস্তাকিম বিল্লাহ। সংগঠনটির সদর উপজেলা (দক্ষিণ) সভাপতি ফয়জুর রহমান বাপ্পী। মানববন্ধন কর্মসূচি শেষে অভিন্ন দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেছে সংগঠনটির একটি প্রতিনিধিদল।

(ওআরকে/এএস/জানুয়ারি ২৬, ২০২৩)