শাহ্ আলম শাহী, দিনাজপুর : দিনাজপুরের ঘোড়াঘাটে জোড়া খুন মামলার প্রধান আসামি আজহার আলী মন্ডলকে গ্রেপ্তার করেছে র‌্যাব। গতকাল বৃহস্পতিবার ভোরে তাকে দিনাজপুর ঘোড়াঘাট উপজেলার খোদাতপুর গ্রাম থেকে গ্রেপ্তার করা হয়।

রংপুর র‌্যাব ১৩-এর সহকারী পরিচালক মাহমুদ বশির আহমেদ বিষয়টি নিশ্চিত করে জানান, বুধবার দিনাজপুর ঘোড়াঘাট খোদাতপুর গ্রামের হায়দার আলীর ছেলে মনোয়ার হোসেন মীম ও ভাতিজা রাকিব হোসেন মন্ডলকে পূর্ব শত্রুতার জেরে আজহারসহ কয়েকজন দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করে। এতে গুরুতর আহত হয় মীম ও রাকিব। স্থানীয়রা তাদের হাসপাতালে নিলে চিকিৎসক দু’জনকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় মীমের বাবা হায়দার আলী ঘোড়াঘাট থানায় হত্যা মামলা করেন।

জোড়া খুনের ঘটনাটি ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করলে র‌্যাব ছায়া তদন্ত শুরু করে। মামলার ২৪ ঘণ্টার মধ্যে প্রধান আসামি আজহারকে গ্রেপ্তার করে ঘোড়াঘাট থানায় হস্তান্তর করা হয়েছে। অন্য আসামিদেরও গ্রেপ্তারের চেষ্ট চলছে। এর আগে গতকাল পুলিশ আরো তিনজনকে গ্রেফতার করে।

(এস/এসপি/জানুয়ারি ২৭, ২০১৩)