বিশ্বজিৎ সিংহ রায়, মহম্মদপুর : মাগুরার মহম্মদপুরে ডাকাতির মামলায় পারভেজ ওরফে কাবুল (৪৫) নামের ৭  বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামিকে আটক করেছে মহম্মদপুর থানা পুলিশ। গতকাল বৃহস্পতিবার উপজেলার কেরিনগর বাজার থেকে তাকে আটক করা হয়। 

সূত্র জানায়, ২০০৪ সালে দীঘা ইউনিয়নের দীঘা (উত্তর পাড়ার) বিমল কুমার সরকারের ছেলে আনন্দ কুমার সরকারের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। উক্ত ঘটনায় মামলা হলে ১৩ জন আসামীর সাত বছর করে সাজা হয়। আসামীরা সাজা ভোগ করলেও মামলার সাজা প্রাপ্ত আসামি পারভেজ ওরফে কাবুল দীর্ঘদিন যাবৎ পলাতক ছিলেন। মহম্মদপুর থানার অফিসার ইনচার্জের নির্দেশনায় এএসআই আল মামুন সরদার এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার কেরিনগর বাজার থেকে পারভেজ ওরফে কাবুল কে আটক করেন। আটক পারভেজ ওরফে কাবুল কেরিনগর গ্রামের সাম এর পুত্র বলে জানাগেছে।

মহম্মদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) অসিত কুমার রায় বলেন, দীর্ঘদিন পলাতক থাকার পর সাজাপ্রাপ্ত আসামীকে আটকের পর আদালতে প্রেরণ করা হয়েছে।

(বিএস/এসপি/জানুয়ারি ২৭, ২০১৩)