শাহ্ আলম শাহী, দিনাজপুর : সাংবাদিক আহসানুল হক টুটুলের দ্বিতীয় জানাজা দিনাজপুর শহরের বালুবাড়ি শাহী মসজিদে শেষে গতকাল শুক্রবার দুপুরে শেখ জাহাঙ্গীর কবরস্থানে তাঁকে দাফন করা হয়েছে। দৈনিক কালের কণ্ঠ পত্রিকার কম্পিউটার বিভাগের সাবেক শিফট ইনচার্জ আহসানুল হক টুটুলের এর আগে বৃহস্পতিবার  প্রথম জানাজা রাজধানী মিরপুরের দক্ষিণ পাইকপাড়ায় মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। 

দিনাজপুর সাংবাদিক সমিতি, ঢাকার (ডিজেএডি) কার্যনির্বাহী কমিটির সদস্য আহসানুল হক টুটুল বৃহস্পতিবার সকালে রাজধানীর জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে ইন্তেকাল করেন। তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ডিজেএডির সভাপতি মর্তুজা হায়দার লিটন এবং সাধারণ সম্পাদক এ কে এম ওবায়দুর রহমান।

এক শোকবার্তায় ডিজেএডির কার্যনির্বাহী কমিটির সকল সদস্যের পক্ষে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করা হয়। শোকবিবৃতিতে বলা হয়, সদা হাসিখুশি ও প্রাণবন্ত একজন মানুষ ছিলেন আহসানুল হক টুটুল। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫২ বছর। আহসানুল হক টুটুল ডিজেএডির নারী বিষয়ক সম্পাদক সামিনা আকতারের স্বামী। তিনি স্ত্রী ও এক মেয়েসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন। কর্মজীবনে আহসানুল হক টুটুল সমকাল, যুগান্তরসহ বিভিন্ন গণমাধ্যমে কাজ করেছেন। তিনি দীর্ঘদিন ধরে হৃদরোগে ভুগছিলেন।

(এস/এসপি/জানুয়ারি ২৮, ২০১৩)