নওগাঁ প্রতিনিধি : নওগাঁ পল্লী বিদ্যুৎ সমিতি-২ (পবিস) এর ৭ম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার পত্নীতলাস্থ নওগাঁ পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর প্রধান কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

নওগাঁ পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর সমিতি বোর্ডের সভাপতি মিজানুর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন পত্নীতলা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল গাফ্ফার। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ রুমানা আফরোজ, নওগাঁ পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর নির্বাহী পরিচালক সন্তোষ কুমার সাহা, নওগাঁ পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর উপ-পরিচালক (প্রশাসন) আব্দুল হাফিজ।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, নওগাঁ পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর সমিতি বোর্ডের সহ-সভাপতি পান্না আফরোজ, সচিব রিয়াজ উদ্দীন মন্ডল, কোষাধ্যক্ষ হারুন-অর রশিদ, এলাকা পরিচালক দিপক কুমার সরকার, সৈয়দ আহম্মেদ সরকার, মহিলা পরিচালক মোসাঃ নাফিস আরা, আনজুমান আরা, মনোনিত এলাকা পরিচালক মুকলেছুর রহমান, ছামছুল হক।

এসময় বাপবিবো নওগাঁর নির্বাহী প্রকৌশলী (এসওডি) সৈয়দ নাফিউল ইসলাম, এলাকা পরিচালক মহাদেবপুর নজরুল ইসলাম, পত্নীতলা প্রেসক্লাব ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আলহাজ্ব বুলবুল চৌধুরী, সমিতির সকল ডিজিএম, এজিএম ও কর্মকর্তা-কমচারীবৃন্দসহ গ্রাহকগন উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা বলেন, শেখ হাসিনার উদ্যোগ, ঘরে ঘরে বিদ্যুৎ এই মহতী স্বপ্ন ইতোমধ্যে বাস্তবায়িত হয়েছে। তবে কিছু সংখ্যক অসাধু ব্যক্তি অবৈধভাবে বিদ্যুৎ চুরি করার ফলে একদিকে গ্রাহক হয়রানীর শিকার হচ্ছে অন্যদিকে সমিতি আর্থিকভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছে। এজন্য গ্রাহক সদস্যগণকে ট্রান্সফরমার চুরি রোধকল্পে সজাগ দৃষ্টি রাখার অনুরোধ করা হয়।

(বিএস/এসপি/জানুয়ারি ২৮, ২০১৩)