সাতক্ষীরা প্রতিনিধি :সাতক্ষীরার কালীগঞ্জ মহিলা কলেজের প্রভাষক, উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা জামায়াতের সহসভাপতি আব্দুর রউফকে পুলিশ গ্রেফতার করেছে।

সোমবার সকাল পৌনে ১০টার দিকে তাকে কালীগঞ্জ উপজেলার নলতা মা ও শিশু কল্যাণ কেন্দ্রের সামনে থেকে গ্রেফতার করা হয়।
তিনি কালীগঞ্জ উপজেলার সাঁইহাটি গ্রামের অমেদ আলীর ছেলে।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইমদাদুল হক শেখ জানান, কালীগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান ও জামায়াত নেতা আব্দুর রউফ (৩৫) দীর্ঘদিন ধরে সরকার বিরোধী ও সহিংসতার সঙ্গে যুক্ত । তিনি কালীগঞ্জ মহিলা কলেজের ইসলামিক ইতিহাসের শিক্ষক। তার বিরুদ্ধে পাওখালিতে জোড়া খুন ও পুলিশের উপর হামলার ঘটনায় মামলা ছাড়াও কমপক্ষে পাঁচটি মামলা রয়েছে। দীর্ঘদিন ধরে তিনি প্রশাসনের সঙ্গে লুকোচুরি করে জামায়াতকে প্রতিষ্ঠিত করার কাজ করে যাচ্ছিলেন।
সোমবার পৌনে ১০টার দিকে তাকে উপজেলার নলতা মা ও শিশু কল্যান কেন্দ্রের সামনে থেকে পুলিশ তাকে গ্রেফতার করে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
এ দিকে রাজশাহী পুলিশের একটি দায়িত্বশীল সূত্র জানায়, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়াশুনা করাকালিন তার সহপাঠী জাহাঙ্গীর হোসেনের সঙ্গে আব্দুৃর রউফ বিভিন্ন নাশকতামূলক কর্মকান্ডে অংশ নেয়। এ নিয়ে রাজশাহী সদর থানায় জাহাঙ্গীর ও আব্দুর রউফের বিরুদ্ধে কয়েকটি মামলা রয়েছে। এ অবস্থায় জাহাঙ্গীর রাজশাহী থেকে আত্মগোপন করে কালীগঞ্জে চলে আসে। পরে আব্দুর রউফের সহযোগিতায় কালীগঞ্জ মহিলা কলেজে চাকরি নেয়। জাহাঙ্গীর নেপথ্যে থেকে জামায়াত শিবিরকে মদত দিয়ে আসছে।
তবে জামায়াত নেতা আব্দুর রউফ কোন সহিংসতার ঘটনায় জড়িত থাকার কথা অস্বীকার করেছেন।


(আরকে /এসসি /অক্টোবর২০,২০১৪)