স্টাফ রিপোর্টার : রাজধানীর মিরপুরে গিয়াসউদ্দিন (৩৬) নামের এক ব্যবসায়ীকে রবিবার রাতে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এই ঘটনায় পুলিশ নিহতের স্ত্রী লাভলি ইয়াসমিন লিনাকে আটক করেছে।

গিয়াসউদ্দিন মিরপুরের ১০ নম্বর সেকশনের ১৫ নম্বর লেনের সি-ব্লকের ১১ নম্বর বাসার ছয়তলা ভবনের চতুর্থ তলায় থাকতেন।

জানা যায়, এই ঘটনার পর তাকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে সেখানেই চিকিৎসাধীন অবস্থায় রাত ১টার দিকে মৃত্যু হয়।

আটক লিনা পুলিশকে জানিয়েছেন, মিরপুর ১০ নম্বরে গিয়াসউদ্দিনের দোকান আছে। দোকানের কাজ শেষ করে রবিবার রাত ১১টার দিকে গিয়াসউদ্দিন দুই ব্যক্তিকে নিয়ে বাসায় এসে তাদের খাবার দেয়ার কথা বলেন। কিছুক্ষণ পর ওই দুই ব্যক্তি তাদের দুই সন্তানকে বাথরুমে আটকে রেখে তাকেও বেঁধে ফেলে। এরপর তাদের সঙ্গে আরও দুই ব্যক্তি যোগ দিয়ে গিয়াসউদ্দিনকে কুপিয়ে হত্যা করে।

এদিকে নিহতের ভাই মাসুদুর রহমান লিনার বিরুদ্ধে অভিযোগ করে বলেন, উজ্জ্বল নামে স্থানীয় এক ব্যক্তির সঙ্গে লিনার পরকীয়া চলছে। আর এর জের ধরেই গিয়াসউদ্দিনকে হত্যা করা হয়েছে।

মিরপুর থানার উপ-পরিদর্শক (এসআই) ইমানুর রহমান জানান, সোমবার সকালে লাশ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতাল মর্গে পাঠান হয়েছে।

(এমএম/এনডি/অক্টোবর ২০, ২০১৪)