স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ : ঝিনাইদহে এক্সপ্রেস জোনের কার্যক্রম বন্ধের দাবিতে রং মিস্ত্রিরা বিক্ষোভ ও সড়ক অবরোধ করে। আজ রবিবার বিকেলে শহরের শেরে বাংলা সড়ক থেকে বিক্ষোভ মিছিল বের করে বঙ্গবন্ধু সড়ক অবরোধ করে রাখে রং মিস্ত্রী শ্রমিক ইউনিয়ন। পরে পুলিশের আশ্বাসে অবরোধ তুলে নেন তারা।

জেলার কয়েকশত রং মিস্ত্রী ব্যানার, ফেস্টুন, লিফলেট নিয়ে আধঘন্টা সড়ক অবরোধ করে রাখে। এতে শহরের যানজট দেখা দেয়। পরে সদর থানা পুলিশ উপস্থিত হয়ে জেলা রং মিস্ত্রী শ্রমিক ইউনিয়নের সভাপতি মিজানুর রহমান, সাধারন সম্পাদক ইউসুফ আলী কাজল, সহ-সভাপতি জাকিরুল ইসলাম বাবু, যুগ্ম-সম্পাদক আব্দুর রহিম, সাংগঠনিক সম্পাদক মনোয়ার হোসেন, সদস্য বাবু মিয়াসহ অন্যান্যদের সাথে আলোচনা করে তাদের দাবী মেনে নেওয়ার শর্ত দিলে শ্রমিকরা অবরোধ তুলে নেয়।

জেলা রং মিস্ত্রী শ্রমিক ইউনিয়নের সভাপতি মিজানুর রহমান বলেন, বার্জারসহ বিভিন্ন রং কোম্পানী এক্সপ্রেস জোন খোলায় রং মিস্ত্রীদের কাজের সাংঘর্ষিক হচ্ছে। ফলে তাদের কাজ কর্ম দিন দিন কমে যাওয়ায় সংসার চালাতে হিমশিম খেতে হচ্ছে। তাই দ্রুত এক্সপ্রেস জোন বন্ধ করার দাবি জানান তারা।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মোহাম্মদ সোহেল রানা জানান, বিষয়টি নিয়ে রং মিস্ত্রি শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দের সাথে আলোচনা চলছে।

(একে/এসপি/জানুয়ারি ২৯, ২০১৩)