ওয়াজেদুর রহমান কনক, নীলফামারী : নীলফামারী জেলা আইনজীবী সমিতির নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীদের জয়জয়কার। রবিবার দিনভর তুমুল উৎসবমুখর পরিবেশে জেলা আইনজীবী সমিতির দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সকাল ১০টা থেকে দুপুর ৩টা পর্যন্ত ২০৩জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এই নির্বাচনে সভাপতি পদে দুইজন প্রতিদ্বন্দ্বীতা করেছেন।

সভাপতি পদে ৯৫ ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন এ্যাডভোকেট মমতাজুল হক। তিনি মোট ভোট পেয়েছেন ১৪৩টি। তিনি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের নির্বাচিত চেয়ারম্যান। তাঁর নিকটমত প্রতিদ্বন্দ্বী এ্যাডভোকেট আব্দুর রাজ্জাক শাহ ৪৮টি ভোট পেয়েছেন। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বাবু অক্ষয় কুমার রায়। তিনি মোট ভোট পেয়েছেন ১০০টি। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের আল ফারুক আব্দুল লতিফ পেয়েছেন ৯২টি ভোট। সহ সাধারণ সম্পাদক পদে এ্যাডভোকেট আবুল কালাম আজাদ পেয়েছেন ৩৯ ভোট। এ্যাডভোকেট কাজী ফয়েজ উল হক পেয়েছেন ৮৯ ভোট। এ্যাডভোকেট আল মাসুদ চৌধুরী পেয়েছেন ৬৩ ভোট।

(ওআরকে/এএস/জানুয়ারি ৩০, ২০২৩)