রাজন্য রুহানি, জামালপুর : 'যে কোনো নিউজ যদি আমার বিরুদ্ধে হয়, আমি খুব গভীরভাবে মনযোগ দিয়ে দেখি যে নিউজটা সত্য কিনা। যদি সত্য হয় আমি সংশোধন হই। আর যদি মিথ্যা হয় সেটা আমি মাথা থেকে ঝেড়ে ফেলে দিই।'

বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জামালপুর-৩ (মেলান্দহ-মাদারগঞ্জ) আসনের সংসদ সদস্য মির্জা আজম এসব কথা বলেছেন।

তিনি আরও বলেছেন, 'আমি একজন রাজনীতিবিদ। দিনরাত দেশ ও মানুষের কল্যাণে কাজ করি। যে কোনো কাজ করেনা তার ভুল হয়না। কাজ করলে ভুল হওয়া স্বাভাবিক। আমার কোনো কাজে ভুল হলে সমালোচনা করবেন। নিউজও করবেন। সমালোচনা করলে সংশোধন হওয়ার সুযোগ থাকে। সমালোচনা যদি না থাকে তবে সে-ভুলগুলো হতেই থাকে, সংশোধনের পথ থাকেনা।'

রবিবার (২৯ জানুয়ারি) রাতে জামালপুর প্রেসক্লাব মিলনায়তনে চতুর্থ পর্যায়ে সাংবাদিক কল্যাণ ট্রাস্টের চেক বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আরিফুল হক মৃদুলের সভাপতিত্বে এবং প্রেসক্লাবের সাধারণ সম্পাদক লুৎফর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত চেক বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব ইঞ্জিনিয়ার মো. মোজাফফর হোসেন, পৌর মেয়র মোহাম্মদ ছানোয়ার হোসেন ছানু ও প্রেসক্লাবের সভাপতি হাফিজ রায়হান সাদা।

এ সময় স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দসহ জামালপুরে কর্মরত প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

আলোচনা শেষে ৩৫ জন ক্ষতিগ্রস্ত সাংবাদিকদের সাংবাদিক কল্যাণ ট্রাস্টের চেক দেওয়া হয়।

(আরআর/এএস/জানুয়ারি ৩০, ২০২৩)