দৌলতপুর (কুষ্টিয়া) সংবাদদাতা :

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ভারত সীমান্ত সংলগ্ন রামকৃঞ্চপুর ইউনিয়নের চল্লিশপাড়া এলাকা থেকে রিপন (১৫) নামে এক বাংলাদেশী কিশোরকে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।

ঐ যুবককে ফেরত চেয়ে বিএসএফকে পত্র দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। সে চল্লিশপাড়া গ্রামের ওহিদুল ইসলামের ছেলে। সেখানে নিজেদের কৃষিক্ষেত দেখাশোনা করছিল।

বিজিবি ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সোমবার বেলা সাড়ে ১০টার দিকে মামুন সীমান্তের ১৫৭/১ এস সীমানা পিলার সংলগ্ন কৃষি জমি দেখাশোনার সময় ভারতের নদীয়া জেলার হোগলবাড়িয়া থানার বাউশমারী বিএসএফ ক্যাম্পের সদস্যরা তাকে ধরে নিয়ে যায়। এ ব্যাপারে বিজিবির ৩২ ব্যাটালিয়নের চিলমারী কোম্পানী কমান্ডার সুবেদার খালেক জানান, রিপনকে বিএসএফ ধরে নিয়ে যাবার খবর পেয়ে তাৎক্ষনিক তাকে ফেরত দেবার জন্য বিএসএফকে পত্র দেয়া হয়েছে।

(জেএইচ/জেএ/এপ্রিল ২৯, ২০১৪)