নওগাঁ প্রতিনিধি : নওগাঁর ধামইরহাটে ভ্রাম্যমাণ আদালতে এক মাদক ও চারজন মুদি ব্যবসায়ীকে কারাদন্ড ও অর্থদন্ড করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে উপজেলার শল্পী বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক অভিযান পরিচালনা করা হয়। 

উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.আরিফুল ইসলাম এ অভিযানের নেতৃত্ব দেন। অভিযানে শল্পী বাজারের চারটি মুদিখানা দোকানে মূল্য তালিকা প্রদর্শন না করা এবং মেয়াদ উত্তীর্ণ মালামাল পাওয়ায় মোট ৪ হাজার ৫’ টাকা অর্থদন্ড প্রদান করা হয়। এদিকে উপজেলার চকচন্ডী বিওপির বিজিবি সদস্যরা জগৎনগর গ্রামে অভিযান চালিয়ে ফেনসিডিল বিক্রেতা মো.সামসুল (৫০) কে আটক করে।

পরবর্তীতে উপজেলা নির্বাহী অফিসার মো.আরিফুল ইসলামের কার্যালয়ে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ২ বোতল ফেনসিডিলসহ আটক মাদক ব্যবসায়ী সামসুলকে দুই মাসের বিনাশ্রম কারাদন্ড ও দুইশ’ টাকা অর্থদন্ড প্রদান করা হয়। আটক সামসুল জগৎনগর গ্রামের মৃত আব্দুল জব্বারের ছেলে।

(বিএস/এসপি/জানুয়ারি ৩১, ২০১৩)