নড়াইল প্রতিনিধি : নড়াইল সরকারি ভিাক্টোরিয়া কলেজে মাস্টার্স কোর্স চালুর দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। সোমবার ১২টার দিকে কলেজের শিক্ষার্থীরা কলেজ ক্যাম্পাসে এ মানববন্ধন কর্মসূচি পালন করে।

মানববন্ধন কর্মসূচির সাথে একাত্মতা প্রকাশ করে কলেজের শিক্ষকরাও যোগদান করেন। এসময় বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ শেখ আনোয়ার হোসেন, উপাধ্যক্ষ বরুন কুমার বিশ্বাস, ছাত্রনেতা মনিরুজ্জামান রোজ প্রমুখ। পরে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে কলেজ ক্যাম্পাস প্রদক্ষিণ করে।

১৮৮৬ সালে প্রতিষ্ঠিত ঐতিহ্যবাহী এই কলেজে বর্তমানে ১১টি বিষয়ে অনার্স কোর্চ চালু রয়েছে। উচ্চ মাধ্যমিক ও অনার্স কোর্স মিলিয়ে প্রায় ৬ হাজার ছাত্রছাত্রী লেখাপড়া করে। অনার্স কোর্স চালু না থাকায় নড়াইলের শিক্ষার্থীদের মাস্টার্স কোর্স সম্পন্ন করতে যশোর, খুলনা সহ বিভিন্ন স্থানে ভর্তি হতে হয়।

(টিএআর/এএস/অক্টোবর ২০, ২০১৪)