নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জে আইনজীবী চন্দন সরকার ও তার গাড়ি চালক ইব্রাহিম হত্যা মামলায় র‌্যাব সদস্য কর্পোরাল রুহুল আমিনকে ৮ দিনের রিমান্ড দিয়েছেন আদালত।

সোমবার সকালে নারায়ণগঞ্জের জ্যেষ্ঠ বিচারিক হাকিম মনোয়ারা বেগম রুহুলকে রিমান্ডে পাঠানোর এ আদেশ দেন। এর আগে মামলায় ১০ দিনের রিমান্ড আবেদন জানিয়ে রুহুলকে আদালতে সোপর্দ করা হয়।

নারায়ণগঞ্জ পৌর প্যানেল মেয়র নজরুল ইসলামসহ পাঁচজনকে অপহরণ ও হত্যার ঘটনায় নজরুলের স্ত্রী সেলিনা ইসলাম বিউটির করা মামলায় রুহুল আমিনকে দুই দফায় মোট ১২ দিনের রিমান্ডে নেওয়া হয়।

গত ৭ অক্টোবর পটুয়াখালীর বাউফল থেকে ল্যান্স কর্পোরাল রুহুল আমিনকে গ্রেপ্তার করে নারায়ণগঞ্জে আদালতে হাজির করার পর জিজ্ঞাসাবাদের জন্য প্রথম দফায় সাত দিনের রিমান্ডে নেয় পুলিশ। সাত খুনের ঘটনায় নিহতদের পরিবারের পক্ষ থেকে অভিযোগ ওঠার পর প্রায় পাঁচ মাস পলাতক ছিলেন তিনি।

উল্লেখ্য, গত ২৭ এপ্রিল নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র নজরুল, তার বন্ধু মনিরুজ্জামান স্বপন, তাজুল ইসলাম, লিটন, গাড়িচালক জাহাঙ্গীর আলম, আইনজীবী চন্দন কুমার সরকার ও তার গাড়িচালক ইব্রাহীমকে অপহরন করা হয়। পরে শীতলক্ষ্যা থেকে তাদের লাশ উদ্ধার করে পুলিশ।

দেশে ব্যাপক আলোচিত এ ঘটনায় এখন পর্যন্ত র‌্যাব কর্মকর্তাসহ ২৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। অপহরণ ও হত্যাকান্ডে র‌্যাব কর্মকর্তাসহ ১২ জন আদালতে দোষ স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন।

(ওএস/এটিআর/আক্টোবর ২০, ২০১৪)