মদন (নেত্রকোণা) প্রতিনিধি : মদন উপজেলা কাইটাইল ইউনিয়নে খাগুরিয়া গ্রামের রয়েল মিয়ার শিশুপুত্র রিয়ান (২মাস) ডায়রিয়ায় আক্রান্ত হয়ে সোমবার সকালে মদন হাসপাতালে মারা গেছে।

জানা যায়, রয়েল মিয়ার পুত্র রিয়ানকে রবিবার রাত ৮টায় ডায়রিয়া জনিত রোগে আক্রান্ত হয়ে মদন হাসপাতালে ভর্তি করলে সোমবার সকালে মারা যায়। এ ব্যাপারে রয়েল মিয়া জানায়, আমার ছেলেকে সন্ধ্যা ৭টায় মদন হাসপাতালে নিয়ে আসলে ডা. আ. রশিদ রাত ৮ টায় তাকে ভর্তি করেন। হাসপাতালে ভর্তির পর থেকে কোন ডাক্তার আমার ছেলেকে দেখতে আসে নাই এমনকি কর্তব্যরত নার্সও আমার সাথে দুর্বব্যহার করেছে। সুচিকিৎসার অভাব, নার্স ও ডাক্তারের অবহেলার কারণে তার ছেলের মৃত্যু হয়েছে সে অভিযোগ করে।

উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডা. আ. রশিদ শিশু মৃত্যুর অভিযোগ অস্বীকার করে জানান তাকে আমি নিজেই ভর্তি করেছি।

(এএমএ/এএস/অক্টোবর ২০, ২০১৪)