চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গা থেকে প্রকাশিত দৈনিক আকাশ খবর পত্রিকার সম্পাদক তছিরুল আলম মালিক ডিউকসহ তিনজনের বিরুদ্ধে এক কোটি টাকার মানহানির মামলা দায়ের করেছেন শীর্ষ নিউজের চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি ও মানবকণ্ঠে পত্রিকার দামুড়হুদা উপজেলা প্রতিনিধি দর্শনা পৌরসভার প্যানেল মেয়র শরীফ উদ্দীন। আজ সোমবার চুয়াডাঙ্গার আমলী আদালত ‘খ’ অঞ্চলে এ মামলা দায়ের করা হয়। মামলার অন্য আসামীরা হলেন, ওই পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক তানজির আহমেদ রনি ও স্টাফ রিপোর্টার এস.এম ওসমান।

মামলার বাদী সাংবাদিক শরীফ উদ্দীন জানান, চলতি বছরের ৩০ সেপ্টেম্বর আকাশ খবর পত্রিকায় পৌরসভার ভিজিএফ’র চাউল বিতরণে ওজনে কম দেওয়ার অভিযোগ উল্লেখ করে একটি সংবাদ প্রকাশ করা হয়। সংবাদটি মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন ও মানহানিকর এবং ওই সংবাদে কুরুচিপূর্ণভাবে সাংবাদিক শরীফ উদ্দীনকে অভিযুক্ত করে সংবাদ ও ছবি প্রকাশ করে তার সম্মানহানি করা হয়েছে।

তিনি আরো জানান, আদালতে মামলা নথিভুক্ত হওয়ার পর আদালতের বিচারক তৈয়ব আলী বাদীর বক্তব্য শোনেন এবং মামলাটি তদন্ত করার জন্য দামুড়হুদা থানার অফিসার ইনচার্জকে নির্দেশ দিয়েছেন।

(জেএ/এএস/অক্টোবর ২০, ২০১৪)