ওয়াজেদুর রহমান কনক, নীলফামারী : বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়াসহ দলটির নেতা-কর্মীদের মুক্তিসহ ১০ দফা দাবিতে রংপুরে আজ শনিবার দলটির বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। বিভাগের বিভিন্ন জেলা থেকে বিপুলসংখ্যক নেতা-কর্মী ও সমর্থক সমাবেশে যোগ দিতে রংপুরের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছে। নীলফামারী থেকেও বিপুল সংখ্যক নেতা-কর্মী বাসযোগে রংপুরের সমাবেশে যোগ দিতে যাত্রা শুরু করেছে।

আজ দুপুর ১২টায় সদর উপজেলা বিএনপির প্রায় ১ হাজার নেতা-কর্মী নিয়ে ১৬টি বাস রংপুরের বিভাগীয় সমাবেশে যোগ দিতে রওনা দিয়েছে। সদর উপজেলা বিএনপির সভাপতি রাহেদুল ইসলাম দোলন জানিয়েছেন, সদর উপজেলার ১৫টি ইউনিয়নের বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা রংপুরের বিএনপির বিভাগীয় সমাবেশে যোগ দিচ্ছে।

জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সেফাউল জাহাঙ্গীর আলম সেপু বলেন, কোন ধরণের বাঁধা বিঘ্ন ছাড়াই আমরা রংপুরের সমাবেশে যোগ দিচ্ছি।

জেলা বিএনপির সহ-সভাপতি মাহাবুবুর রহমান জানিয়েছেন, নীলফামারী সদর উপজেলা থেকে ১৬টি বাস নিয়ে আমরা রংপুরের সমাবেশে যোগ দিতে দুপুর ১২টায় রওনা দিয়েছি।

আজ দুপুরে জেলা বিএনপির কার্যালয়ের সামনে সারি সারি বাস দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। জেলা বিএনপির সাধারণ সম্পাদক জহুরুল আলম ছাড়াও এসময় আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি মোস্তফা হক প্রধান বাচ্চু, মোক্তার হোসেন, সাংগঠনিক সম্পাদক সেফাউল জাহাঙ্গীর আলম সেপু, সদর উপজেলা বিএনপির সভাপতি রাহেদুল ইসলাম দোলনসহ জেলা বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ।

(ওকে/এসপি/ফেব্রুয়ারি ০৪, ২০১৩)