রাজন্য রুহানি, জামালপুর : জামালপুরে শেখ কামাল আন্তঃস্কুল ও মাদ্রাসা অ্যাথলেটিকস প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৪ ফেব্রুয়ারি) সকালে বীর মুক্তিযোদ্ধা এডভোকেট আব্দুল হাকিম স্টেডিয়ামে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতা উদ্বোধন করেন জেলা প্রশাসক শ্রাবস্তী রায়। 

জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত এ অ্যাথলেটিকস প্রতিযোগিতায় কবি তারিকুল ফেরদৌসের সঞ্চালনায় অনুষ্ঠিত এক সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মোক্তার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আনোয়ার, বীর মুক্তিযোদ্ধা সুজাত আলী ফকির, জেলা ক্রীড়া সংস্থার অতিরিক্ত সাধারণ সম্পাদক শাহরিয়ার উজ্জ্বল, জেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি ফজলে এলাহী মাকাম প্রমুখ।

এ প্রতিযোগিতায় চারটি ইভেন্টে ৩২টি খেলা অনুষ্ঠিত হয়। এরমধ্যে ছিল দৌড়, হাই জাম্প, লং জাম্প, ট্রিপল জাম্প, জেভলিন থ্রো, শর্টপুট (গোলক নিক্ষেপ), ডিসকাস। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার তুলে দেওয়া হয়।

(আরআর/এসপি/ফেব্রুয়ারি ০৪, ২০১৩)