শাহ্ আলম শাহী, দিনাজপুর : দিনাজপুরের ঘোড়াঘাটে কবরস্থানের জন্য মাটি খননকালে ৪৬ কেজি ওজনের কষ্টিপাথর উদ্ধার হয়েছে।

শনিবার (৪ ফেব্রুয়ারি) সকালে উপজেলার সিংড়া ইউনিয়নের কুচেরপাড়া এলাকায় পাওয়া পাথরটি পুলিশে দেওয়া হয়।
ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু হাসান কবির বিষয়টি নিশ্চিত করে জানান,পাথরটি আসল কষ্টিপাথর কি না পরীক্ষার করে দেখা হবে।

এলাকার বাসিন্দা শহিদুজ্জামান বলেন, কুচেরপাড়া গ্রামের লোকজন একই গ্রামের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কাছ থেকে দুই বিঘা জমি কবরস্থানের জন্য কেনেন। ওই জমির এক পাশ নিচু থাকায় শনিবার সকালে ভেকু দিয়ে মাটি খনন করা হচ্ছিল। এ সময় কষ্টিপাথরটি মাটির সঙ্গে উপরে উঠে আসে। স্থানীয়রা পাথরটি পুলিশের কাছে হস্তান্তর করেছে।

(এসএএস/এএস/ফেব্রুয়ারি ০৪, ২০২৩)