শাহ্ আলম শাহী, দিনাজপুর : দক্ষিণ এশিয়ার সাহিত্য-সংস্কৃতি বিষয়ক সম্মেলনে যোগ দিতে ভারতীয় ১৫ সদস্যর প্রতিনিধি দল বাংলাদেশে এসেছে আজ।

শনিবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে দিনাজপুরের হিলি স্থলবন্দরে দিয়ে এই প্রতিনিধি দল বাংলাদেশে প্রবেশ করে। এই সময় তাদের ফুলেল শুভেচ্ছা জানান এফসাকলের সভাপতি অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান ও সাপ্তাহিক বজ্রকথার সম্পাদক সুলতান আহমেদ সোনা।

এ সময় হাকিমপুর প্রেস ক্লাবের সভাপতি গোলাম মোস্তাফিজার রহমান মিলন,শিল্প-সাহিত্য অঙ্গণের ব্যক্তিবর্গ সহ অনেকে উপস্থিত ছিলেন।

ভারত থেকে আসা অতিথিরা হলেন- ভারতের আসাম তেজপুরের বিশিষ্ট আন্তরাষ্ট্রীয় খ্যাতিপ্রাপ্ত লেখক জ্ঞান বাহাদুর ছেত্রী, পশ্চিমবঙ্গ মমুর্শিদাবাদের বিশিষ্ট লেখক নজরুল ইসলাম, আবৃত্তি শিল্পী শিক্ষক সংগঠক সুমর্তভান খাতুন, নেপাল ফিল্নস নৃত্য পরিচালক নারায়ণ রিজাল, আসামের বিশিষ্ট কবি রানা কাফ্লে, নেপাল খাদবারী বিশিষ্ট সাহিত্যিক তারা বাহাদুর বুরাথোকী, আসামের কারবি আংলংয়ের বিশিষ্ট লেখক টংক কোঁবর, সিকিমের বিশিষ্ট সাহিত্যিক ললিত লোহার ও পশ্চিমবঙ্গ হাওড়ার সংগঠক আব্দুল খালিক।

এফসাকলের সভাপতি অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান জানান, রবিবার রংপুরের পীরগঞ্জে সাহিত্য-সংস্কৃতি বিষয়ক সম্মেলনে গুণিজন সংবর্ধনার আয়োজন করা হয়েছে। এতে প্রধান অতিথি থাকবেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

(ওএস/এএস/ফেব্রুয়ারি ০৫, ২০২৩)