আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : কালী প্রতিমা শুকানোকে কেন্দ্র করে একই বাড়ির দু’পরিবারের মধ্যে বাকবিতণ্ডার জের ধরে হামলায় কমপক্ষে ৫ জন আহত হয়েছে। গুরুতর আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে সোমবার সকালে জেলার আগৈলঝাড়া উপজেলার উত্তর শিহিপাশা গ্রামের পালপাড়ায়।

জানা গেছে, ওই পাড়ার জয়দেব পালের স্ত্রী সবিতা পাল কালী প্রতিমা তৈরি করে বাড়ির উঠানে শুকোতে দিলে একই বাড়ির কানাই পালের স্ত্রী পুস্প রানীর সাথে তার বাকবিতন্ডা হয়। এরজেরধরে কানাই পাল, স্ত্রী পুস্প রানী ও পুত্র মিলন পাল অর্তকিত ভাবে হামলা চালিয়ে সবিতা, গৌরাঙ্গ পাল ও সঞ্জিব পালসহ ৫ জনকে লাকড়ি দিয়ে পিটিয়ে আহত করে।

গুরুতর আহত সবিতা রানীকে আগৈলঝাড়া হাসপাতালে ভর্তি করা হয়। বিষয়টি ভিন্নখাতে প্রবাহিত করার জন্য পুস্প রানী থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। জয়দেব পালের পক্ষ থেকেও মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

(টিবি/এএস/অক্টোবর ২০, ২০১৪)