আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : জেলা শহরসহ বিভিন্ন উপজেলায় গত দু’দিন থেকে শীতের আগমন ঘটেছে। দীর্ঘ খর তাপের পর আকস্মিকভাবে শীত শুরু হওয়ায় সন্ধ্যা হতে না হতেই পুরো রাস্তাঘাট ফাঁকা হয়ে যাচ্ছে।

জানা গেছে, হঠাৎ করে আবহাওয়া পরিবর্তনের ফলে অনেকেই ঠান্ডাজনিক জ্বর, সর্দি, কাশি ও ভাইরাসজনিত কনজাইটিক ভাইটিক (চোখওঠা) রোগে আক্রান্ত হয়ে পরেছেন। ঠান্ডাজনিত রোগে সাধারনত শিশু ও বৃদ্ধরাই আক্রান্ত হয়েছেন বেশি। আর ভাইরাস জনিত রোগে কিশোর, যুবক ও তরুনেরা আক্রান্ত হয়েছেন। বর্তমানে জেলার সর্বত্র ভাইরাসজনিত চোখ ওঠা রোগ মহামারি আকার ধারন করেছে।

এছাড়াও গত দু’দিনের ঘণ কুয়াশায় রাতের বেলায় কুয়াশার বৃষ্টিতে শীত বেড়েই চলেছে। খোঁজ নিয়ে জানা গেছে, শীতের আগমনে খেজুর রস সংগ্রহকারীরা ইতোমধ্যে গাছ থেকে রস সংগ্রহের জন্য প্রস্তুতি নেয়া শুরু করে দিয়েছেন। লেপ-তোষকের দোকানেও অর্ডার বৃদ্ধি পেয়েছে। শীতের নতুন নতুন পোষাক আমদানির জন্য গার্মেন্টস ব্যবসায়ীরা ছুটছেন ঢাকার পাইকারী মোকামগুলোতে। এছাড়াও জেলা ও উপজেলার প্রতিটি হাট-বাজারে উঠেছে শীতের আগাম সবজি।

(টিবি/এএস/অক্টোবর ২০, ২০১৪)