একে আজাদ ও মিঠুন গোস্বামী, রাজবাড়ী : দেশ-মাতৃকা ও বিশ্বের সকল জীবের শান্তি ও কল্যাণ কামনায় রাজবাড়ীর পাংশায় ৭২ প্রহরব্যাপী অখণ্ড শ্রী শ্রী তারকব্রহ্ম মাহানাম যজ্ঞানুষ্ঠান ও অষ্টকালীন লীলা কীর্তন শুরু হয়েছে।

জেলার পাংশা আদি মহাশ্মশান প্রাঙ্গণে নামযজ্ঞ উদযাপন কমিটির উদ্যোগে ৫ ফেব্রুয়ারি রবিবার ভোর থেকে মাহানাম যজ্ঞানুষ্ঠান শুরু হয়।আগামী ১৪ ফেব্রুয়ারি মঙ্গলবার মহাপ্রভুর ভোগরাগ ও প্রসাদ বিতরণ এর মধ্য দিয়ে শেষ হবে।

এর আগে গত ৪ ফেব্রুয়ারি শনিবার মাঘী পূর্ণিমা উপলক্ষে মঙ্গল শোভাযাত্রার উদ্বোধন করেন জেলা পরিষদের চেয়ারম্যান শফিকুল মোর্শেদ আরুজ। এছাড়াও উপস্থিত ছিলেন পাংশা উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ জালাল বিশ্বাস, পাংশা আদি মহাশ্মশান কমিটির সভাপতি শ্রী সুব্রত কুমার দাস (সাগর), পাংসা উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ উত্তম কুমার কুন্ডু প্রমুখ।

তারকব্রহ্ম মাহানাম যজ্ঞানুষ্ঠান ও পাংশা আদি মহাশ্মশান কমিটির সাধারণ সম্পাদক শ্রী দীপক কুন্ডু ব‌লেন, প্রতিবছরের ন্যায় এবারও ৭২ প্রহর ব্যাপী মাহানাম যজ্ঞানুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এবার আমাদের ৮৪ তম বার্ষিকী অধিবেশন। যা গত ৫ ফেব্রুয়ারি বুধবার থেকে শুরু হয়েছে। প্রতিদিন বিভিন্ন জেলা উপজেলা থেকে নানা শ্রেণী পেশার হিন্দু সম্প্রদায়ের নারী পুরুষ ভক্তবৃন্দরা আসছে।প্রতিদিন আগত ভক্তবৃন্দদের মাঝে সার্বক্ষণিক প্রসাদ বিতরণ করা হচ্ছে।

উল্লেখ্য, ৭২ প্রহরব্যাপী অখণ্ড শ্রী শ্রী তারকব্রহ্ম মাহানাম কীর্তন পরিবেশন করেছেন ভক্ত নরোত্তম সম্প্রদায় বাগেরহাট, বাবা বিশ্বনাথ সম্প্রদায় খুলনা, ভুবন মঙ্গল সম্প্রদায় সিরাজগঞ্জ, শিব মন্দির সম্প্রদায় পাংশা, পতিতপাবন সম্প্রদায় সাতক্ষীরা, রূপসী সম্প্রদায় মাগুরা, যুগল কিশোর সম্প্রদায় মানিকগঞ্জ, যোগমায়া সম্প্রদায় পাংশা, স্বর্গসুদা সম্প্রদায় খুলনা, দেবী দুর্গা সম্প্রদায় মাদারীপুর, বৃন্দাবন সম্প্রদায় বাগেরহাট, ভক্ত হরিদাস সম্প্রদায় যশোর, নিতাই গৌড় সম্প্রদায় পাংশা।

(একেএমজি/এএস/ফেব্রুয়ারি ০৫, ২০২৩)