সালথা (ফরিদপুর) প্রতিনিধি : ফরিদপুরের সালথায় ঘরের আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় তন্বী আক্তার (২৪) নামে এক গৃহবধূর লাশ উদ্বার করেছে থানা পুলিশ। সোমবার গনমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন সালথা থানার এসআই সৈয়দ আওলাদ হোসেন।

রবিবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার গট্টি ইউনিয়নের ঝুনাখালী গ্রামে এ ঘটনা ঘটে। তন্বী ওই গ্রামের নূর ইসলামের স্ত্রী ও একই উপজেলার খোয়াড় গ্রামের মনা মৃধার মেয়ে।

খবর পেয়ে ঘটনার দিন রাতেই সালথা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সোমবার (০৬ ফেব্রুয়ারি) সকালে ফরিদপুরের মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

এবিষয়ে গট্টি ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের মেম্বার মো. পারভেজ মাতুব্বর গণমাধ্যমকে বলেন, পারিবারিক কলহের জের ধরে ওই গৃহবধূ পাটের রশি দিয়ে ঘরের আড়ার সঙ্গে ঝুলে আত্মহত্যা করেছে বলে শুনেছি।

এদিকে ওই গৃহবধূর পরিবারের দাবি, গৃহবধূ তন্বীকে হত্যা করে স্বামীর বাড়ির লোকজন ঘরের আড়ার সঙ্গে ঝুলিয়ে রেখেছেন। আমরা এ হত্যার বিচার চাই।

এ ব্যাপারে সালথা থানার উপ-পরিদর্শক (এসআই) আওলাদ হোসেন গণমাধ্যমকে বলেন, খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। পরে ওই গৃহবধূর লাশ উদ্ধার করে ফরিদপুরের মর্গে পাঠানো হয়েছে।

এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে। ঘটনাটি হত্যা কি-না আত্মহত্যা তা ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পর জানা যাবে। তখন ময়নাতদন্তের রিপোট অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

(এএনএইচ/এএস/ফেব্রুয়ারি ০৬, ২০২৩)