আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : বরিশালের আগৈলঝাড়ায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উদ্যোগে ভেজাল বিরোধী অভিযানে ৮টি ব্যবসা প্রতিষ্ঠানকে ১২ হাজার টাকা জরিমানা করেছে। 

আজ সোমবার সকালে আইন সৃংখলা বাহিনীর সহায়তায় অভিযান চালিয়ে উপজেলার সদরে গ্রামীণ প্যাথলজির ফ্রীজে মেয়াদ উর্ত্তীন ঔষধ পাওয়ায় ৭ হাজার টাকা, শান্তি মিষ্টান্ন ভান্ডারে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরী করায় ২ হাজার টাকা, মূল্য তালিকা না থাকায় স্বপন দত্তের ফলের দোকানে ৫শ টাকা, প্রকাশ বৈরাগীর ফলের দোকানে ৫শ টাকা, নীল রতন বাড়ৈর ফলের দোকানে ৫শ টাকা, দীপক বৈরাগীর ফলের দোকানে ৫শ টাকা, নাসির খানের ফলের দোকানে ৫শ টাকা ও মামুন মিয়ার ফলের দোকানে ৫শ টাকাসহ ৮টি ব্যবসা প্রতিষ্ঠানে ১২ হাজার টাকা জরিমানা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বরিশাল জেলার সহকারী পরিচালক সুমি রানী মিত্র।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা উপজেলা স্যানেটারী ইন্সপেক্টর সুকলাল শিকদার, থানার এসআই খায়রুল আলমসহ প্রমুখ।

(টিবি/এসপি/ফেব্রুয়ারি ০৬, ২০২৩)