সরদার শুকুর আহমেদ, বাগেরহাট : বাগেরহাটের পূর্ব সুন্দরবন বিভাগের চাঁদপাই রেঞ্জের ইসহাকের ছিলা এলাকা থেকে হরিণ শিকারের ফাঁদ, ডিঙ্গি নৌকাসহ ২০ কেজি হরিণের মাংস উদ্ধার করেছে বন বিভাগ। রবিববার (৫ ফেব্রুয়ারী) দিবাগত রাতে পূর্ব সুন্দরবন বিভাগের চাঁদপাই রেঞ্জের ইসহাকের ছিলা এলাকায় অভিযান চালিয়ে এসব মাংসজ ব্দকরা হয়। তবে এ সময় কোন চোরশিকারীতে আটক করতে পারেনি বনরক্ষীরা।

সুন্দরবন পূর্ব বিভাগের চাঁদপাই রেঞ্জের জিউধরা স্টেশন কর্মকর্তা মোহাম্মদ শাহজাহান জানান, গোপন সংবাদের ভিত্তিতে রবিববার (৫ ফেব্রুয়ারী) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ইসহাকের ছিলা এলাকায় অভিযান চালিয়ে হরিণ শিকারের ফাঁদ, ডিঙ্গি নৌকাসহ ২০ কেজি হরিণের মাংস উদ্ধার করা হয়েছে। তবে বনরক্ষীদের উপস্থিতি টের পেয়ে চোরাশিকারিরা পালিয়ে গেছে। চোরাশিকারেদের আটক করতে বলে তল্লাশি চালালো হচ্ছে।

(এস/এসপি/ফেব্রুয়ারি ০৬, ২০২৩)