স্টাফ রিপোর্টার : বিদেশে টাকা পাচার বন্ধ করতে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কর্মকর্তাদের শক্তিশালী ভূমিকা রাখতে হবে বলে মন্তব্য করেছেন কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ড. মো. আব্দুর রাজ্জাক।

তিনি বলেছেন, বিদেশে টাকা পাচার বন্ধ করতে হবে। বাংলাদেশ থেকে বহু টাকা কানাডার বেগমপাড়া ও দুবাইসহ বিভিন্ন দেশে চলে যাচ্ছে। যে কেউ চাইলে আন্ডার ভয়েস এবং ওভার ভয়েসসহ বিভিন্ন মাধ্যমে খুব সহজে বিদেশে টাকা পাঠাতে পারছেন। এটিকে কঠোরভাবে দমন করতে হবে। এ ক্ষেত্রে এনবিআরের কর্মকর্তাদের শক্তিশালী ভূমিকা রাখতে হবে।

সোমবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত কাস্টমস বিষয়ক এক সেমিনারে এ মন্তব্য করেন মন্ত্রী। জাতীয় রাজস্ব সম্মেলন-২০২৩ উপলক্ষে ‘বাংলাদেশ কাস্টমস: স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের সারথি’ শীর্ষক এ সেমিনারের আয়োজন করা হয়।

রাজস্ব আরো বাড়ানোর তাগিদ জানিয়ে কৃষিমন্ত্রী বলেন, আগের তুলনায় রাজস্ব অনেক বেড়েছে, কিন্তু রাজস্ব আদায়ে জিডিপি (মোট দেশজ উৎপাদন) অনুপাতে এখনো অনেক পিছিয়ে আছি। এটিকে আরও বাড়ানো উচিত। বিশেষ করে আয়করে আমরা এখনো সফল হতে পারিনি। সে জন্য রাজস্ব বিভাগের সক্ষমতা ও দক্ষতা আরও বাড়াতে হবে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বিগত ১৪ বছরে অর্থনীতি, কৃষি, যোগাযোগ, শিক্ষা, স্বাস্থ্যসহ সবক্ষেত্রে দেশের যে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে, বিশ্ব এর স্বীকৃতি দিচ্ছে, প্রশংসা করছে। বিশ্বব্যাংক, আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ), এশীয় উন্নয়ন ব্যাংকসহ (এডিবি) বিভিন্ন প্রতিষ্ঠান ও আন্তর্জাতিক মিডিয়া বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ও উন্নয়নের প্রশংসা করছে। সেখানে দেশের ভেতরে কেউ কেউ এ নিয়ে প্রশ্ন তোলে, যা কোনোভাবেই কাম্য নয়। জাতি হিসেবে আমাদের আত্মসম্মানবোধ থাকা উচিত।

সেমিনারে সভাপতিত্ব করেন এনবিআরের চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীন। পৃথক দুটি প্রবন্ধ উপস্থাপন করেন চট্টগ্রাম কাস্টমস ও বন্ড কমিশনারেটের কমিশনার মাহবুবুর রহমান ও চট্টগ্রাম কাস্টমসের কমিশনার ফাইজুর রহমান।

(ওএস/এএস/ফেব্রুয়ারি ০৭, ২০২৩)