শাহ্ আলম শাহী, দিনাজপুর : এইচএসসি পরীক্ষায় কাঙ্খিত ফল না পাওয়ায় আত্মহত্যা করেছেন এক শিক্ষার্থী। ঘটনাটি ঘটেছে দিনাজপুর শহরের বালুবাড়ি এলাকায়। আত্মহত্যার আগে সেই শিক্ষার্থী নোটে লিখেছেন ‘আমি জানিনা কিভাবে এতো খারাপ ফলাফল হলো আমার। আমি পারবো না এতো খারাপ রেজাল্ট নিয়ে তোমাদের সামনে দাঁড়াতে। আমাকে তোমরা ক্ষমা করে দিও।’ 

আজ বুধবার এইচএসসির ফল প্রকাশের পর বেলা ১২টার দিকে নিজ বাড়িতে নওসিন জাহান নামের ওই শিক্ষার্থী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।নওসিন দিনাজপুরের পার্বতীপুর উজেলার জাহাঙ্গীর আলমের মেয়ে। সে পরিবারের সঙ্গে শহরের বালুবাড়ি এলাকায় একটি বাড়িতে ভাড়া থাকতো।

নওসিনের বাবা জাহাঙ্গীর আলম বলেন, তার মেয়ে দিনাজপুর সরকারি মহিলা কলেজের বিজ্ঞান বিভাগ থেকে এ বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অংশ নেয় এবং জিপিএ-৪ পেয়ে পাশ করে। তবে কাঙ্খিত ফল না পাওয়ায় সে আত্মহত্যা করে।নওসিন আত্মহত্যার আগে একটি চিঠি লিখে গেছে। সেখানে লেখা আছে-“আমি জানিনা কিভাবে এতো খারাপ ফলাফল হলো আমার। আমি পারবো না এতো খারাপ রেজাল্ট নিয়ে তোমাদের সামনে দাঁড়াতে। আমাকে তোমরা ক্ষমা করে দিও।'

“আব্বু ও আম্মু আমার জন্য তোমাদের অনেক সন্মান গেছে। আমাকে ক্ষমা করে দিও সকলে। আমি তোমাদের আশা ভরসা স্বপ্ন কোন কিছুর যোগ্য হতে পারলাম না।” ঘটনাটি এলাকায় শোকের মাতম বয়ে এনেছে।

(এস/এসপি/ফেব্রুয়ারি ০৮, ২০২৩)