স্টাফ রিপোর্টার : বিএনপির পদযাত্রায় রাজধানীবাসীর দুর্ভোগ হচ্ছে। এমন অবস্থায় কার্যদিবসের দিন কোনো কর্মসূচি না দিতে দলটিকে অনুরোধ জানিয়েছেন ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক।

বিএনপির নীতিনির্ধারকদের উদ্দেশে তিনি বলেন, সড়কে কর্মসূচি না দিয়ে বড় বড় মাঠ আছে, সেখানে বৈধ কর্মসূচি পালন করুন।

বুধবার (৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ডিএমপি সদর দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন

বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) বিএনপি পুরান ঢাকা থেকে দলীয় কার্যালয় হয়ে প্রেস ক্লাব পর্যন্ত পদযাত্রা কর্মসূচি পালন করবে। মঙ্গলবার ডিএমপি কমিশনারকে এ কর্মসূচির কথা জানায় দলটি। এর পরিপ্রেক্ষিতে এ অনুরোধ জানান ডিএমপি কমিশনার।

তিনি বলেন, সাম্প্রতিক সময়ে বিভিন্ন রাজনৈতিক দল ও পেশাজীবী দলগুলো ‘ওয়ার্কিং ডে’তে বিভিন্ন কর্মসূচি দিচ্ছে। যৌক্তিক কর্মসূচির প্রতি আমাদের সম্মান রয়েছে। তবে দুই কোটি নগরবাসীর এই শহরে বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের কারণে রাস্তায় যানজটের সৃষ্টি হয়। বিশেষ করে রাজনৈতিক দল ও সংগঠনগুলো অফিসিয়াল দিনে এমন সব কর্মসূচি দিলে সাধারণ মানুষকে চরম দুর্ভোগের মধ্যে পড়তে হয়। আমরা অনুরোধ করবো নগরবাসীকে এসব দুর্ভোগ থেকে রক্ষা করার জন্য সব বিবেকবান ব্যক্তি, গোষ্ঠী, রাজনৈতিক দল, পেশাজীবী সংগঠন এমন কোনো কর্মসূচি দেবেন না।

বিএনপির পদযাত্রার কথা উল্লেখ করে ডিএমপি কমিশনার বলেন, বৃহস্পতিবার বিএনপি পুরান ঢাকার ব্রাদার্স ইউনিয়ন মাঠ থেকে পদযাত্রা শুরু করে দলের প্রধান কার্যালয় পল্টন এলাকা হয়ে প্রেস ক্লাবে যাবে। বৃহস্পতিবার মানুষের অফিস ছুটির পরে বাড়িতে ফিরতে চাইবে, এ কর্মসূচির ফলে মানুষের যে দুর্ভোগ হবে, এক কথায় তা অবর্ণনীয়। সবার প্রতি আমাদের অনুরোধ থাকবে ছুটির দিনে কর্মসূচি দিলে মানুষ দুর্ভোগ কম হবে।

বিএনপির পদযাত্রা না করার অনুরোধ করলেন কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে খন্দকার গোলাম ফারুক বলেন, বিএনপিকে অনুরোধ করলাম যেন দুর্ভোগ সৃষ্টি না করে। এটাকে আমরা নিরুৎসাহিত করছি। আমাদের বড় বড় মাঠ আছে, বন্ধের দিনে এসব কর্মসূচি দেওয়া যেতে পারে। কিন্তু ব্যস্ত দিনগুলোতে তিন থেকে চার ঘণ্টা রাস্তা বন্ধ থাকলে মানুষ সমস্যায় পড়বে। বাড়িতে ফিরতে গেলে মানুষ বাস, ট্রেন মিস করতে পারে।

তিনি আরও বলেন, বিএনপিকে আমাদের বক্তব্য জানিয়েছি। তবে তাদের কর্মসূচি বন্ধ করে দেবো বা করতে দেবো না এমন কোনো বার্তা দেওয়া হয়নি। আমরা জনগণের প্রতি দায়িত্বের জায়গা থেকে তাদের প্রতি ছেড়ে দিয়েছি।

ডিএমপির অনুরোধের পরিপ্রেক্ষিতে বিএনপি কিছু জানিয়েছে কি না, এমন প্রশ্নে কমিশনার বলেন, আমরা তাদের জানিয়েছি। কিন্তু এখন পর্যন্ত তারা কোনো বক্তব্য জানায়নি। তবে আমরা আশা করছি- তারা সহনশীল আচরণ করবে।

বিএনপি অনুমতি পেয়েছে কি না এ বিষয় তিনি বলেন, আমরা বাধা দেবো না। তবে তারা যদি আইনশৃঙ্খলা ভঙ্গ করে ভাঙচুর করে অথবা আগুন-সন্ত্রাস করে, তাহলে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

(ওএস/এএস/ফেব্রুয়ারি ০৯, ২০২৩)