প্রহলাদ মন্ডল সৈকত, রাজারহাট : কুড়িগ্রামের রাজারহাট উপজেলাধীন সিঙ্গারডাবরিহাট স্কুল এন্ড কলেজে এইচএসসি পরীক্ষায় কোন শিক্ষার্থীও কৃতকার্য হতে পারেনি। ফলে এলাকাবাসী ও অভিভাবকগণ ওই প্রতিষ্ঠানের কলেজ শাখার ফলাফলে অসন্তোষ প্রকাশ করেছেন।

জানা গেছে, গত ২০২০-২১শিক্ষাবর্ষে ওই শিক্ষা প্রতিষ্ঠানের কলেজ শাখা থেকে মানবিক বিভাগে এইচএসসি পরীক্ষায় ৭জন শিক্ষার্থী অংশ গ্রহণ করে। গত ৮ফেব্রুয়ারী এইচএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ হলে জানা যায়, ওই প্রতিষ্ঠানটি থেকে কোন শিক্ষার্থী কৃতকার্য হতে পারেনি।

শুক্রবার (১০ফেব্রুয়ারি) এ বিষয়ে জানতে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আরিফুল ইসলাম মোবাইল ফোনে বলেন, আমাদের কলেজ এমপিও হয়নি। এছাড়া এবারে ফলাফলে কলেজ শাখা থেকে কেউ পাস না করায় আমার মন আরো খারাপ হয়েছে।

রাজারহাট উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আশরাফ-উজ-জামান সরকার বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, প্রতিষ্ঠানটির মানবিক বিভাগ থেকে ৭জন পরীক্ষার্থী অংশ গ্রহন করলেও কেউ পাস করতে পারেনি।

(পিএস/এসপি/ফেব্রুয়ারি ১০, ২০২৩)