বিপুল কুমার দাস, রাজৈর : মাদারীপুরের রাজৈর উপজেলার খালিয়ার বৌলগ্রামে খালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে খালিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান, মোঃ হামিদুল সাহ আলম  মিয়ার সভাপতিত্বে ও মাদারীপুর জেলা ছাত্রলীগের সহ-সভাপতি, মোঃ লালনের সঞ্চালনায়, বৌলগ্রাম সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গনে, ১১ ফেব্রুয়ারি, ২০২৩ ইং তারিখ শনিবার, বিকেল ৫ টায়, বিএনপি, জামায়াতের সন্ত্রাস, নৈরাজ্য ও সহিংসতা সৃষ্টির প্রতিবাদে, শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়।

এ উপলক্ষে, কালিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ হামিদুল সাহ আলমের সভাপতিত্বে ও মাদারীপুর জেলা ছাত্রলীগের সভাপতি, মোঃ লালনের সঞ্চালনায়, আলোচনা সভায় বক্তব্য রাখেন, মাদারীপুর জেলা পরিষদের সাবেক সদস্য নুরজাহান পারুল, রাজৈর উপজেলা যুবলীগের আহ্বায়ক, রেজোওয়ানুল হক রেদন,‌‌‌ বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির, রাজৈর উপজেলা শাখার নির্বাহী সভাপতি, মোঃ কুদ্দুস আলী, আলমদস্তা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা, আসমা আক্তার, রাজৈর পৌর মহিলা যুবলীগের সভাপতি, ফাতেমা আক্তার, কদমবাড়ি মহিলা যুবলীগের সভাপতি, শিল্পী বর, খালিয়া ইউনিয়নের, ৯ নঙ ওয়ার্ডের সভাপতি, বিপুল বাড়ৈ, বিশিষ্ট ব্যবসায়ী, হায়দার শেখ, আওয়ামী লীগ নেতা, অলী বাওয়ালী। অন্যান্যদের মধ্যে, পঙ্কজ কুমার মন্ডল, অনুপ বাড়ৈ উপস্থিত ছিলেন।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, এলাকার সুশীল সমাজের প্রতিনিধি বৃন্দ, সাংবাদিক বৃন্দ, এলাকার যুব সমাজ, মা ও বোনেরা।

(বিডি/এসপি/ফেব্রুয়ারি ১২, ২০২৩)