রাজন্য রুহানি, জামালপুর : জামালপুরে দীর্ঘ আট বছর পর উদ্বোধনের মধ্য দিয়ে শুরু হয়েছে প্রথম বিভাগ ক্রিকেট লিগ। একই সঙ্গে লীগে অংশ নেয়া জেলার ১২টি ক্রিকেট ক্লাবকে ১০ হাজার করে দেওয়া হয়েছে ১ লাখ ২০ হাজার টাকার অনুদান।

সোমবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুল হাকিম স্টেডিয়ামে এ টুর্নামেন্ট উদ্বোধন করেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি।

জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক শ্রাবস্তী রায়। এতে বক্তব্য রাখেন পৌর মেয়র মোহাম্মদ ছানোয়ার হোসেন ছানু, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মির্জা জিল্লুর রহমান প্রমুখ।

সময় বক্তারা বলেন, তরুণ ও যুবকদের মাদক ও সন্ত্রাস থেকে দূরে রাখতে সহায়তা করে খেলাধুলা। সেই সঙ্গে মনে কর্মস্পৃহা জাগায়। তাই পর্যাপ্ত খেলাধুলার মাধ্যমে জাতির অগ্রগতি তরান্বিত হয়। সরকার খেলা ও খেলোয়াড়দের উন্নয়নে যেসব সুযোগ সৃষ্টি করছে সেসব সুযোগ কাজে লাগিয়ে আমাদের এগিয়ে যেতে হবে।

এ ক্রিকেট লীগের উদ্বোধনী খেলায় লড়েছে মেরিলিবন ক্রিকেট ক্লাব বনাম মুসলিমাবাদ স্পোর্টিং ক্লাব।

(আরআর/এসপি/ফেব্রুয়ারি ১৩, ২০২৩)