চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রামে গণধর্ষণ মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি ফজল আহমদকে (৩৩) গ্রেফতার করেছে পুলিশ। কর্ণফুলী ওসি মহিউদ্দিন আহমেদ জানান, সোমবার রাত ৮টার দিকে পুলিশ বোরকা পরে কর্ণফুলী থানার চরপাথরঘাটা এলাকা থেকে ফজল আহমদকে গ্রেফতার করে। তিনি কর্ণফুলী থানার চরপাথরঘাটা এলাকার খায়ের আহমেদের ছেলে।

ওসি জানান, ২০০৫ সালে এক তরুণীকে গণধর্ষণের অভিযোগে ফজলসহ কয়েকজনের বিরুদ্ধে কর্ণফুলী থানায় মামলা দায়ের করা হয়। মামলা দায়েরের পর থেকে ফজল পলাতক থাকলেও ২০১১ সালে তাকে যাবজ্জীবন কারাদণ্ড ও এক লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত করেন আদালত।

(ওএস/এইচআর/অক্টোবর ২১, ২০১৪)