রাবি প্রতিনিধি : রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ২০১৪-১৫ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষে তৃতীয় দিনের মতো ভর্তি পরীক্ষা শুরু হয়েছে।

মঙ্গলবার সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ভবনে ‘ডি’ ইউনিটের পরীক্ষা শুরু হয়।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক ইলিয়াস হোসেন বলেন, সকাল ৯-১০টা পর্যন্ত ‘ডি’ ইউনিটের (বানিজ্য অনুষদ) বিজোড় রোল ধারীদের এবং বেলা ১১-১২টা পর্যন্ত একই ইউনিটের জোড় রোল এবং সকল অ-বাণিজ্য রোল নম্বরধারী ভর্তি পরীক্ষায় অংশ গ্রহণ করবে। এই ইউনিটে এবার মোট প্রতিযোগী ২৫ হাজার ২৭১জন।

তিনি আরো জানান, দুপুর ১-২টা পর্যন্ত ‘ই’ ইউনিটের (সামাজিক বিজ্ঞান অনুষদ) বিজোড় রোলনম্বরধারীদের এবং বিকেল সাড়ে ৩ থেকে সাড়ে ৪টা পর্যন্ত একই ইউনিটের জোড় রোল নম্বরধারীদের পরীক্ষা নেওয়া হবে। ইউনিটে মোট প্রতিযোগীর সংখ্যা ৩০ হাজার ১৬৫জন। এবারের ভর্তি পরীক্ষায় ‘ই’ ইউনিটে সবচেয়ে বেশি শিক্ষার্থী নিবন্ধন করেছেন বলেও জানান তিনি।

উল্লেখ্য, এবারের ভর্তি পরীক্ষায় তিন হাজার ৮২৮টি আসনের বিপরীতে নিবন্ধন করেছেন মোট এক লাখ ৬৫ হাজার ৭২৬ জন শিক্ষার্থী। বৃদ্ধি করা হয়েছে ১০১টি আসন। এনিয়ে ২০১৪-১৫ শিক্ষাবর্ষে প্রথমবর্ষে ৮টি অনুষদের অধীনে ৫০টি বিভাগে মোট আসন সংখ্যা হয় তিন হাজার ৮২৮টি। যা গত বছর ছিল তিন হাজার ৭২৭টি। রাবিতে ভর্তি পরীক্ষা চলবে আগামী ২২অক্টোবর পর্যন্ত।

(ওএস/এইচআর/অক্টোবর ২১, ২০১৪)