জামালপুর প্রতিনিধি : অভিযান চালিয়ে নারী পাচারকারী দলের দুই সদস্যকে গ্রেফতার ও আফরোজা (২৭) নামে এক গৃহবধূকে উদ্ধার করেছে পুলিশ। জামালপুর সদরের শরিফপুর ইউনিয়নের বাদেচাঁন্দি গ্রামে সোমবার ভোররাত ৩টায় এ অভিযান চালান হয়।

উদ্ধার হওয়া আফরোজার বাড়ি জামালপুর সদর উপজেলার বাগেরহাটা গ্রামে। তার স্বামীর নাম আরমান আলী।

এ ঘটনায় গ্রেফতাররা হলেন, ময়মনসিংহ জেলার ঈশ্বরদী থানার চন্দ্রপুর গ্রামের হাফিজ উদ্দিনের ছেলে আসু মিয়া (৩২) ও চাঁদপুর সদর উপজেলার মুনিয়া গ্রামের সিরাজ মোল্লার ছেলে মনির হোসেন (৩৫)।

জামালপুর থানার এসআই ওয়াজেদ জানান, গোপন সংবাদের সূত্র ধরে সোমবার রাত ৩টায় জামালপুর সদর থানা পুলিশ বাদেচাঁন্দি গ্রামে মাদক ব্যবসায়ী নুরুল ইসলাম গঙ্গার বাড়িতে অভিযান চালায়। এ সময় এক গৃহবধূকে উদ্ধারসহ নারী পাচারকারী দলের দুই সদস্যকে গ্রেফতার করা হয়।

তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতাররা পাচারের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে।

এলাকাবাসী ও পুলিশ জানায়, ১৫ দিন আগে আসু মিয়া ও মনির পূর্ব পরিচয়ের সূত্র ধরে আফরোজা বেগমের সঙ্গে যোগাযোগ করে তাকে ফুঁসলিয়ে নিয়ে যায়।

(ওএস/এইচআর/অক্টোবর ২১, ২০১৪)