এ কে আজাদ, রাজবাড়ী : পেশাগত মান উন্নয়ন ও দক্ষতা বৃদ্ধি, সদস্যদের মধ্যে পারস্পপারিক ঘনিষ্টতার সর্ম্পক, ভ্রাতৃত্ববোধের চেতনা, সদস্যবৃন্দের সার্বিক কল্যাণ সাধন এবং ইংরেজি বিষয়ে পাঠদানকারী শিক্ষকদের নায্য অধিকার ও স্বার্থ সংরক্ষণ, এই লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে রাজবাড়ী জেলার পাংশা উপজেলায় মাধ্যমিক স্তরের সকল শিক্ষা প্রতিষ্ঠানের ইংরেজি বিভাগের শিক্ষকদের নিয়ে ইংলিশ টিচার্স অ্যাসোসিয়েশনের কমিটি গঠন করা হয়েছে। 

আজ বৃহস্পতিবার দুপুরে পাংশা জর্জ সরকারী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে পাংশা উপজেলার নায়েমের অধিনে প্রশিক্ষনরত সকল ইংরেজি শিক্ষকের উপস্থিতিতে সর্ব সম্মতিক্রমে এ কমিটি গঠিত হয়।

পরিচালনা কমিটির সদস্যরা হলেন- সভাপতি মোঃ আমাজাদ হোসেন (প্রধান শিক্ষক কাচারীপাড়া উচ্চ বিদ্যালয়) সহ-সভাপতি ১ মোঃ সিরাজ উদ্দিন প্রামানিক (প্রধান শিক্ষক সুজানগর উচ্চ বিদ্যালয়) সহ সভাপতি ২ আমজাদ হুসাইন (সহ প্রধান শিক্ষক হাবাসপুর কে.রাজ উচ্চ বিদ্যালয়) সহ সভাপতি ৩ মোঃ হযরত আলী প্রামানিক (সহ প্রধান শিক্ষক যশাই উচ্চ বিদ্যালয়) সহ সভাপতি ৪ মোঃ ফারুখ হুসাইন (সহ শিক্ষক কাজী আব্দুল মাজেদ একাডেমি)।

সাধারণ সম্পাদক মোহাম্মাদ আবু সায়েম (পাট্টা জোনা উচ্চ বিদ্যালয়),সহ সাধারণ সম্পাদক কাজী মোঃ জাকির হায়দার (পাংশা জর্জ সরকারী পাইলট মডেল উচ্চ বিদ্যালয়) সাংগঠনিক সম্পাদক মোঃ ফজলুল হক (সহ-শিক্ষক বাগদুলী উচ্চ বিদ্যালয়) সহ- সাংগঠনিক সম্পাদক মোঃ আরিফুল ইসলাম (সহ শিক্ষক মাছপাড়া এম এল উচ্চ বিদ্যালয়), অর্থ সম্পাদক নাসির হোসেন (সহ শিক্ষক আলহাজ্ব শাহবুদ্দিন আহম্মেদ আর্দশ একাডেমি) তথ্য প্রকাশনা ও প্রচার সম্পাদক মোঃ আলাউদ্দিন (সহ শিক্ষক নাদুরিয়া মাধ্যমিক বিদ্যালয়) সহ-তথ্য প্রকাশনা ও প্রচার সম্পাদক রুবেল আহম্মেদ (সহ শিক্ষক বহলাডাংঙ্গা উচ্চ বিদ্যালয়), শিক্ষা গবেষণা ও শিক্ষক কল্যান সম্পাদক মোঃ রফিকুল ইসলাম (সহ শিক্ষক এয়াকুব আলী চৌধুরী বিদ্যাপীঠ, সহ শিক্ষা গবেষনা ও শিক্ষক কল্যান সম্পাদক মোঃ শফিকুল ইসলাম (সহ শিক্ষক পাংশা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়) দপ্তর সম্পাদক আব্দুল কুদ্দুস বিশ্বাস (সহ শিক্ষক উদয়পুর উচ্চ বিদ্যালয়) সহ দপ্তর সম্পাদক মোহাম্মাদ ওবায়দুল হক (সহ শিক্ষক গোপালপুর কলেজিয়েট উচ্চ বিদ্যালয়), মহিলা বিষয়কসম্পাদক বিথীকা রাণী মন্ডল (সহ শিক্ষক কসবামাজাইল এ এইচ উচ্চ বিদ্যালয়) ধর্মীয় সম্পাদক (ইসলাম) মোঃ গোলাম ফারুখ (সহ শিক্ষক বি এম ডি উচ্চ বিদ্যালয়) ধর্মীয় সম্পাদক (হিন্দু) জিমুথ বাহান বিশ্বাস (সহ শিক্ষক কলিমহর জহুরুন্নেচ্ছা উচ্চ বিদ্যালয়, ক্রীড়া সম্পাদক মোঃ এমদাদুল হক (সহ শিক্ষক শহীদ খবিরুজ্জামান উচ্চ বিদ্যালয়) সাংস্কৃতিক সম্পাদক বিমল কুমার মন্ডল (সহ শিক্ষক কোলানগর একাডেমি) সহ সাংস্কৃতিক সম্পাদক রতন কুমার বিশ্বাস ও সহ শিক্ষক সাজুঁরিয়া জহুরা জেরিন উচ্চ বিদ্যালয়।

(একে/এসপি/ফেব্রুয়ারি ১৬, ২০২৩)