রাজন্য রুহানি, জামালপুর : জামালপুর সদর উপজেলার বাঁশচড়া ইউনিয়নের বটতলা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে বিদ্যালয় মাঠে এ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণের আয়োজন করা হয়।

জেলা শিক্ষা অফিসের সহকারী পরিদর্শক মো. শফিকুল আলমের সভাপতিত্বে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জামালপুর সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মো. মোজাফ্ফর হোসেন সিআইপি। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বটতলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. বেলায়েত হোসেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও বাঁশচড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুল জলিল, উপজেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক একে আজাদ বাদল, সদস্য স্বপন কুমার আইচ, মো. আবুল খায়ের খোকা মাস্টার, বাঁশচড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. আব্দুল আলিম, সহ-সভাপতি খায়রুল বাশার পিন্টু, ডা. রকিবুল হোসেন, মাহমুদুল হাসান বাচ্চু, শাহজাহান আলী, সরোয়ার হোসেন, মো. হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক আব্দুল লতিফ, যুগ্মসাধারণ সম্পাদক আব্দুল আউয়াল, মো. ছানোয়ার হোসেন, অর্থ বিষয়ক সম্পাদক মো. ফজলুল হক, বটতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজমুল হুদা প্রমুখ।

আলোচনা শেষে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মো. মোজাফ্ফর হোসেন এমপিসহ অন্যান্য অতিথিবৃন্দ।

ক্রীড়ানুষ্ঠানে শিক্ষার্থীরা যেমন খুশি তেমন সাজ, মুক্তিযুদ্ধের ভাস্কর্য, নারী জাগরণসহ বিভিন্ন রকমের ডিসপ্লে প্রদর্শন করে।

(আরআর/এসপি/ফেব্রুয়ারি ১৮, ২০২৩)