হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জে যানজট নিরসনের লক্ষ্যে ভারী যানবাহন শহরে প্রবেশ নিষিদ্ধ ও বৈধ কাগজপত্রবিহীন সকল যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থার সিদ্ধান্ত নিয়েছে আইনশৃংখলা রক্ষা কমিটি।

জেলা আইনশৃংখলা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী সোমবার বিকেলে শহরে মাইকযোগে জনসতর্কীকরণ প্রচারভিযান পরিচালনা করেন সদর থানার ওসি মো. নাজিম উদ্দিন। ট্রাক, বাস, ট্যাংকলরী ও সকল প্রকার ভারী যানবাহন সকাল ৮টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত শহরে প্রবেশ করতে পারবে না।

রেজিস্ট্রেশনবিহীন সিএনজিচালিত অটোরিক্সা, পৌরসভার তালিকাভূক্ত নাম্বার প্লেটবিহীন ইজিবাইক চলাচল ও নির্ধারিত স্থান ব্যতিত পার্কিং নিষিদ্ধ করা হয়েছে। সদর থানার ওসি মো. নাজিম উদ্দিন জানান, ২৫ অক্টোবর থকে সকল বৈধ কাগজপত্রবিহীন যানবাহন, অবৈধ চালক, যত্রতত্র পার্কিংয়ের বিরুদ্ধে বিভিন্ন পয়েন্টে চেক পোস্ট বসিয়ে অভিযান চালানো হবে।

(পিডিএস/এএস/অক্টোবর ২১, ২০১৪)