রাবি প্রতিনিধি : রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ২০১৪-১৫ শিক্ষাবর্ষে সম্মান প্রথম বর্ষের তৃতীয় দিনের ভর্তি পরীক্ষা চলাকালে তিন পরীক্ষার্থীকে আটক করা হয়েছে।

এদের মধ্যে একজনকে এক বছরের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বাকি দুজনের অপরাধ ভ্রাম্যমাণ আদালতের আওতার বাইরে হওয়ায় তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা করা হবে বলে জানিয়েছে প্রশাসন।

আটকরা হলেন- রাজশাহী বিশ্ববিদ্যালয়ের হিসাব বিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী দেবাশীষ কর্মকার, বগুড়ার জলেশ্বরিতলার ভর্তিচ্ছু শাহিরয়ার শান্ত ও খাগড়াছড়ির চার্চিল চাকমা।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক তারিকুল হাসান জানান, মঙ্গলবার সকাল ৯টা থেকে ১০টার ডি ইউনিটের (বিজোড়) পরীক্ষা চলাকালে বিশ্ববিদ্যালয়ের প্রথম বিজ্ঞান ভবন থেকে তাদের আটক করা হয়।

দেবাশীষ কর্মকার মাসুদ আলম নামে এক ভর্তিচ্ছুর পক্ষে পরীক্ষায় অংশগ্রহণ করে চার্চিল চাকমাকে সহযোগিতা করছিলেন। এসময় দায়িত্বরত পরিদর্শক বিষয়টি শনাক্ত করে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির কাছে তাদের সোপর্দ করেন।

অপর পরীক্ষার্থী শাহরিয়ার শান্ত পরীক্ষার হলে ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করে উত্তরপত্র পূরণ করছিলেন। এসময় তাকে হাতেনাতে আটক করা হয়। পরে তাদের আটক করে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার নিরাপত্তার জন্য নির্মিত পুলিশ ক্যাম্পে নিয়ে যাওয়া হয়।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সামিরুল ইসলাম দেবাশীষের অপরাধ বিচার করে পাবলিক পরীক্ষা নিয়ন্ত্রণ আইন অনুযায়ী তাকে এক বছরের কারাদণ্ড দেন। অন্য পরীক্ষার্থী চার্চিল চাকমার অপরাধ ভ্রাম্যমাণ আদালতের আওতার মধ্যে না পড়ায় তার বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসন নিয়মিত মামলা করবে।

এছাড়া ইলেকট্রনিক ডিভাইস ব্যবহারকারী শিক্ষার্থী শাহরিয়ার শান্তর অপরাধের শাস্তি ভ্রাম্যমাণ আদালতের এখতিয়ারের বাইরে হওয়ায় তার বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের নির্দেশনা দেওয়া হয়েছে।

মতিহার থানার ওসি আলমগীর হোসেন জানান, আটকদের মতিহার থানা হেফাজতে রাখা হয়েছে। দণ্ডপ্রাপ্ত পরীক্ষার্থীকে জেলহাজতে এবং বাকি দুজনকে মামলার পর আদালতে পাঠানো হবে।

(ওএস/এএস/অক্টোবর ২১, ২০১৪)